কাগজ প্রতিবেদক ॥ ‘ বিজ্ঞান উন্নয়নের সোপান, এ শ্লোগানকে সামনে রেখে ইলেকট্রনিক্স, ইলেকট্রিক এবং ম্যাকানিক্যাল পদ্ধতিতে ঘরে বসে তৈরি করা ক্ষুদে বিজ্ঞানীদের তৈরি নানা উদ্ধাবনী নিয়ে কুষ্টিয়ায় দুদিন ব্যাপী আন্তঃবিজ্ঞান মেলার সমাপনি হয়েছে। কুষ্টিয়া কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্টিত আন্তঃবিজ্ঞান মেলার সমাপনি ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরুস্কার বিতরণ করেছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। গতকাল দুপুরে কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাফর মোল্লার সভাপতিত্বে পুরুস্কার বিতরণ পুর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা। আলোচনা সভা শেষে প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথি বিজ্ঞান মেলায় অংশ নেয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। সোমবার সকালে দুদিন ব্যাপী আন্তঃবিদ্যালয় বিজ্ঞান মেলার উদ্ধোধন করেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। ফেয়ারের উদ্যোগে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এর সহায়তায় দুদিন ব্যাপী আন্তঃবিদ্যালয় বিজ্ঞান মেলায় কুষ্টিয়া সদর উপজেলার ৩০টি বিদ্যালয়ের ৩০ টি বিজ্ঞান ক্লাব নানা প্রকার বিজ্ঞান বিষয়ক প্রকল্প ও দেয়াল পত্রিকা প্রদর্শিত হয়। আগামীতে স্মাট বাংলাদেশ গঠনে এবং তৃণমুলে ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান ও গবেষণার প্রতি আগ্রহ বাড়াতে এমন আয়োজন জরুরী বলে মনে করেন আয়োজক ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। সার্বিক অনুষ্টানটি পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেবউননেছা সবুজ।
Leave a Reply