আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় আহত দবির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। দীর্ঘ ১৩ দিন আইসিউতে থাকার পর গতকাল শুক্রবার সকাল ১০ টার দিকে দবির উদ্দিনের নিহত হন। এদিকে রাত ১০ টার দিকে দবিরের লাশ আলমডাঙ্গায় এসে পৌছালে পৌর শহরের ৭১ স্তম্ভের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে অবিলম্বে আসামীদেন গ্রেফতারের দাবী জানানো হয়। নজানা গেছে,আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী চশমা প্রতিকের এজাজ ইমতিয়াজ বিপুলের সমর্থকরা গত ১১ মার্চ রাতে নাগদাহ ইউনিয়নের জহুরুল নগর গ্রামে নৌকার সমর্থকদের উপর হামলা চালায় এ হামলায় ওই গ্রামের মৃত আত্তাব মন্ডলের ছেলে দবির উদ্দিন, খবির উদ্দিন,আনিস ও একই গ্রামের ইসলাম লস্করের ছেলে মিয়া আহত হয়। আহতদের বিভিন্ন হানপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে দবিরের অবস্থা আশংকাজনক হওয়া তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ ১৩ দিন আইসিউতে থাকার পর গতকাল শুক্রবার সকাল ১০ টার দিকে তিনি মারা যান। গতকাল রাত ১০ টার দিকে লাশ আলমডাঙ্গায় এসে পৌঁছালে পৌর শহরের ৭১ স্তম্ভের সামনে নাগদাহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ হত্যার প্রতিবাদে সমাবেশ করেন। মাবেশে বক্তারা প্রশাসনের কাছে দ্রুত আসামীদের গ্রেফতারের দাবী জানিয়ে বলেন,স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী চশমা প্রতিকের এজাজ ইমতিয়াজ বিপুল জোয়ার্দ্দারের নেতৃত্বে তার সমর্করা ১১ মার্চ রাতে হামলা চালিয়ে এ হত্যা কান্ডের ঘটনা ঘটিয়েছে। আমরা অবিলম্বে এই হত্যার সাথে জড়িত সকল আসামীকে গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবী জানাচ্ছি। তা না হলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নৌকার প্রার্থী হায়াত আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আইয়ুব হোসেন, নিহত দবিরের ছেলে মোস্তাফিজুর রহমান খোকন, দবিরের ভাই খবির উদ্দিন ও আশিক ইকবাল স্বপন।এ সময় প্রত্যেক ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন। আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে দুপক্ষের মারামারিতে আহত দবির উদ্দিন আজ শুক্রবার সকালে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছে। এ ঘটনার পূর্বে মারধরের মামলা করেছিলেন নিহতের ছেলে। নিহতের পরিবার হত্যা মামলা দায়ের করলে আমরা গ্রহন মামলা গ্রহন করেছিলাম।
উল্লেখ্য বৃহস্পতিবার (১৬ মার্চ) অনুষ্ঠিত নাগদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী ইমতিয়াজ বিপুল জোয়ার্দ্দার চশমা প্রতীক নিয়ে ৪ হাজার ৮০ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।ওসি সাইফুল বলেন,এই ঘটনায় মামলা হয়েছে,আমরা দ্রুত চার্জসিট দাখিল করব।গতকাল রাতেই জহুরুল নগর গ্রামে জানাজা শেষে দাফন সম্পন্ন করেছে।
Leave a Reply