দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে নানা কর্মসূচীর মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপক্ষ্যে গতকাল শুক্রবার সকাল ৮.৪৫টায় কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি এ্যাড. সরওয়ার জাহান বাদশাহ্, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুনের নেতৃত্বে উপজেলা পরিষদ, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. শাহীদুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসন, দৌলতপুর থানার ওসি মজিবুর রহমানের নেতৃত্বে দৌলতপুর থানা পুলিশ, দৌলতপুর শিল্পকলা একাডেমি, দৌলতপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন ও দপ্তর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান। সকাল ৯টায় দৌলতপুর আওয়ামী লীগের পক্ষ থেকে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি এ্যাড. সরওয়ার জাহান বাদশাহ্র নেতৃত্বে দৌলতপুর আওয়ামী লীগ নেতৃবৃন্দ বঙ্গবন্ধু’র ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান। এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর আওয়ামী সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমন, যুগ্মসাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমনসহ দৌলতপুর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। দৌলতপুর কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুস সালামের নেতৃত্বে দৌলতপুর কলেজের শিক্ষকবৃন্দ বঙ্গবন্ধু’র ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান। এরপর সকাল ৯.৩০টায় দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন দৌলতপুর কৃষি অফিসার মো. নুরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার সাইদা ছিদ্দিকা ও মাধ্যমিক শিক্ষা অফিসার সরদার মো. আবু সালেকসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। আলোচনা সভা শেষে দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ও দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সরকার আমিরুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত হয় গীতি আলেখ্য ‘মরেও তুমি অমর হয়েছ বঙ্গবন্ধু শেখ মুজিব’। এছাড়াও দৌলতপুরে বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচীর মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করে।
Leave a Reply