মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরের চিথলিয়া দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, মা সমাবেশ ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার সকালে মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। চিথলিয়া দাখিল মাদরাসার সভাপতি, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়াারম্যান এনামুল হক বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী। চিথলিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম এর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিথলিয়া দাখিল মাদরাসার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সাগরখালী আদর্শ ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ রবিউল ইসলাম, চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহেল বাকী। এসময় অন্যান্য’র মধ্যে বক্তব্য রাখেন মোঃ আক্কাচ আলী, মিরপুর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, অত্র মাদারাসার সহকারী শিক্ষক হাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চিথলিয়া দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ আনোয়ার আলী।
Leave a Reply