
আগামী বছর থেকে সকল বিশ^বিদ্যালয়ের অংশগ্রহনে একটি মাত্র ভর্তি পরীক্ষা হবে
কাগজ প্রতিবেদক ॥ শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনি এমপি বলেছেন, র্যাগিং একেবারেই নিষিদ্ধ, সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে র্যাগিং বন্ধ করার চেষ্টা করছি। অন্যান্য সামাজিক সমস্যার মতই একটি সমস্যা র্যাগিং। শুধুমাত্র আইন করে কিংবা শিক্ষকদের দিয়ে বলিয়েই হবে না। র্যাগিং বন্ধে এর বিরুদ্ধে মানসিকতা ও একটি সংস্কৃতি গড়ে তুলতে হবে।
শিক্ষা মন্ত্রী বলেন, সবাই চাওয়া সত্ত্বেও, আইন থাকা সত্ত্বেও বিশে^র অনেক জায়গায় এখনও র্যাগিং হয়। এতে অনেক শিক্ষার্থীর জীবন ধ্বংস হয়ে যায়। এটি কারো কাম্য নয়। র্যাগিং বন্ধে সবাইকে একসাথে কাজ করতে হবে, এতে গণমাধ্যমেরও ভূমিকা রয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দৌলতপুর কলেজে জাতীয় বিশ^বিদ্যালয়ের অধিনে বৃহত্তর কুষ্টিয়ার, চুয়াডাঙ্গা ও মেহেরপুরের ১৮টি ¯œাতক ও ¯œাতোক্তর কলেজের অংশগ্রহনে বিজ্ঞান মেলা উদ্বোধন করে শিক্ষা মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এ সময় শিক্ষা মন্ত্রী আরো বলেন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রমে হয়রানি ও ব্যায় কমেছে। তবে নতুন কোন সিস্টেম চালু করতে গেলে সেখানে কিছু সমস্যা হয়ই, এ ক্ষেত্রেও কিছু সমস্যা হচ্ছে। শিক্ষা মন্ত্রী বলেন, আগামী বছর থেকে অন্যান্য দেশের মত সকল বিশ^বিদ্যালয়ের অংশগ্রহনে একটি মাত্র ভর্তি পরীক্ষা হবে। জাতীয় একটি মেধা তালিকা হবে, সেই তালিকা অনুসারে ভর্তি হবে।
এর আগে তিনি জাতীয় বিশ^বিদ্যালয়ের বিজ্ঞান মেলা উদ্বোধন উদ্বোধন করেন। স্টাল ঘুরে দেখেন। উদ্বোধনী আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। তরণদের বিজ্ঞানের প্রতি আগ্রহ ও নতুন আবিষ্কারে উৎসাহিত করতে কুষ্টিয়ার দৌলতপুর কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয় বিজ্ঞান মেলায় জাতীয় কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গার জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী, কুইজ প্রতিযোগীতা ও বিজ্ঞান বিষয় আলোচনা সভা অনুষ্টিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক সদস্য প্রফেসর ড. শরীফ এনামুল কবির, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোঃ মাহবুবুল আলম জোয়ার্দ্দার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন ও বাংলাদেশে বিজ্ঞান একাডেমী, ফেলো ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের অধ্যাপক প্রফেসর ড. হাসিনা খান । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাসরিন বানু ও দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন। অনুষ্ঠানটি উদ্ধোধন করেন কুষ্টিয়া-১ আসনের সাংসদ সদস্য আ. কা. ম. সরওয়ার জাহান বাদশা। সার্বিক অনুষ্টানটি পরিচালনা করেন দৌলতপুর কলেজের অধ্যক্ষ ছাদিক্জ্জুামান সুমন। উল্লেখ্য, ‘বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত দেশ, আগামীর স্মার্ট বাংলাদেশ’ শ্লোগানে দৌলতপুর কলেজে অনুষ্টিত জাতীয় বিশ^বিদ্যালয়ের বিজ্ঞান মেলায় ১৮টি বিশ^বিদ্যালয় কলেজ অংশ নেয়। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।
Leave a Reply