1. nannunews7@gmail.com : admin :
November 11, 2025, 12:21 am
শিরোনাম :
কুমারখালীতে চোর সন্দেহে বাড়ি থেকে তুলে এনে দুই কিশোরকে রাতভর নির্যাতন, টাকার বিনিময়ে ছাড় অধ্যাপক শহীদুল ইসলামকে বিএনপির প্রার্থী করার দাবিতে মহাসড়কে বিক্ষোভ, মানববন্ধন দৌলতপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধনে প্রাথমিক শিক্ষকেরা শেষবারের মতো হলেও অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবি চুয়াডাঙ্গা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা একমাত্র ছেলে সায়মুন আরাফাত স্বপ্নিল-এর জন্মদিনে বাবা-মায়ের আবেগঘন শুভেচ্ছা দৌলতপুরের বয়স্কভাতার টাকা যায় বগুড়ায়, মেম্বারের শ্বশুরবাড়ি! মাইকিং করে বিক্ষোভে ক্ষুব্ধ ভাতাভোগীরা একনেক সভায় ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্ণ করলো বাংলাদেশ আওয়ামী লীগকে প্রেস সচিবের হুঁশিয়ারি এটা ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়

জাতীয় পর্যায়ে দ্বিতীয় হলেন দৌলতপুর উপজেলা চেয়ারম্যানএজাজআহম্মেদ মামুন

  • প্রকাশিত সময় Friday, March 10, 2023
  • 599 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥কুষ্টিয়া জেলা ও খুলনাবিভাগের পর এবার প্রাথমিক শিক্ষায় বিশেষঅবদানের স্বীকৃতি স্বরূপজাতীয়প্রাথমিকশিক্ষাপদক ২০২২ এরদ্বিতীয় দেশ সেরা উপজেলা চেয়ারম্যানমনোনীতহলেনদৌলতপুরউপজেলাআওয়ামীলীগেরযুগ্ম সাধারণসম্পাদক, সাবেকজাতীয়সংসদ সদস্য (এমপি) মরহুম জননেতা আফাজ উদ্দিন আহমেদ বিশ^াসের সুযোগ্য সন্তান ও দৌলতপুরউপজেলা চেয়ারম্যানএ্যাড.এজাজআহমেদ মামুন। তিনিপ্রাথমিকশিক্ষাঅধিদপ্তরেরপ্রাথমিকশিক্ষাপদকপ্রদান ২০২২ এরতালিকায়উপজেলা চেযারম্যানক্যাটাগরিতেদ্বিতীয়অবস্থানেরয়েছেন।
জাতীয়পর্যায়ে দেশ সেরা তালিকায়দ্বিতীয়উপজেলা চেয়ারম্যাননির্বাচিতহওয়ায় দৌলতপুরউপজেলাআ’লীগের নেতাকর্মীদের মাঝেআনন্দের জোয়ারবইছে। বৃহস্পতিবার দুপুর থেকে গভীররাতপর্যন্ত চেয়ারম্যানেরবাসভবনেছুটেআসেন নেতাকর্মীরা। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনিশিক্ষারমাননিশ্চিতকরারজন্য শিক্ষকদের মাসিকসভায়নির্দেশনাদিয়েআসছেন। ২০২২ সালের সেপ্টেম্বরে তিনিকুষ্টিয়া জেলাএবং ঐ বছর অক্টোবরেখুলনাবিভাগের শ্রেষ্টউপজেলা চেয়ারম্যানমনোনীতহন। ২০১৯ সালে দৌলতপুরউপজেলাপরিষদের চেয়ারম্যননির্বাচিতহনএ্যাড.এজাজআহমেদ মামুন।এরপরশুরুহয়করোনামহামারি। নিজেরসুরক্ষাকেতুচ্ছকরেতিনিউপজেলাবাসীর স্বাস্থ্য নিরাপত্তা ও সুরক্ষারকাজেঝাঁপিয়েপড়েন। সুরক্ষাসামগ্রীবিতরণ,চিকিৎসা,নগদ সহায়তাসহবিভিন্নভাবেউপজেলাবাসীরপাশে দাড়ান। এক পর্যায়েতিনিনিজেওকরোনায়আক্রান্তহন। ৬৬২ বর্গ কিলোমিটারভূ’-খন্ডেরপ্রায় ৬ লক্ষাধিকজনসংখ্যারআশা-ভরসাবাআস্থারপ্রতীকহিসাবেনিরলসভাবেকাজকরেযাচ্ছেনতিনি। প্রাথমিকশিক্ষাকমিটিরসভাপতির দায়িত্বপ্রাপ্ত হবার পর থেকে উপজেলার ২১৫ টিপ্রাথমিক বিদ্যালয়েরউন্নয়ন, শিক্ষানমানউন্নয়ন, ও প্রাথমিকশিক্ষা থেকে শিক্ষার্থী ঝরেপড়া রোধকল্পেতিনিনানা পদক্ষেপ গ্রহণকরেন।
আকস্মিক বিদ্যালয়সমুহপরিদর্শনকরেশিক্ষারমাননিশ্চিতকরারজন্য নানাধরনেরপ্রয়োজনীয়ব্যবস্থা গ্রহণকরছেন। দুরবর্তীশিক্ষার্থীদেরবাইসাইকেল, প্রতিবন্ধিশিক্ষার্থীদেরহুইল চেয়ার, শিক্ষার্থীদেরটিফিনবাটি, মিডডেমিল, স্কুল ড্রেস, প্রতিযোগীতামুলকশিক্ষাপ্রসারেউদ্দিপনাপুরস্কার প্রদানএমনকি দরিদ্র মেধাবীশিক্ষার্থীদেরনগদ অর্থ সহায়তাকরেআসছেন। তাছাড়া লেখাপড়ারপাশাপাশিশিক্ষার্থীদেও খেলাধুলানিশ্চিতকরারজন্য ফুটবল, ভলিবলসহবিভিন্ন ক্রীড়াসামগ্রীবিতরণকরেআসছেন। শিক্ষাক্ষেত্রে নানা পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নেভুমিকারাখায়তিনি এ সম্মানেভুষিতহলেন। উপজেলারবিভিন্নপ্রান্ত থেকে আসা নেতাকর্মীরাবলেন, তারুণ্যেরঅহংকারএ্যাড.এজাজআহমেদ মামুনউপজেলারশিক্ষাব্যবস্থারউন্নয়নে যে ভুমিকা রেখেআসছেন, তাতে এউপজেলারশিক্ষাব্যবস্থায়আমুলপরিবর্তন ঘটছে। সেইসাথে উপজেলাআওয়ামীলীগেররাজনিতীতে ও অনেকপরিবর্তনএনেছে। আমরাআজগর্বিত।
জানতেচাইলেএ্যাড.এজাজআহমেদ মামুনজানান,৯ মার্চ সকালেপ্রাথমিকশিক্ষাঅধিদপ্তর থেকে ফোনেরমাধ্যমে জানতেপারি“আমাকেজাতীয়পর্যায়েরদেশ সেরা উপজেলা চেয়ারম্যানতালিকায়দ্বিতীয় স্থানেনির্বাচিতকরাহয়েছে”। এ সময়তিনিআরোবলেন, শিক্ষাজাতীর মেরুদন্ড‘তাশুধুমুখেরবুলিনাহয়েআমিকাজেরমাধ্যমে প্রতিষ্ঠিতকরতেকাজকরেযাচ্ছি। আশাকরিউপজেলারমানুষ খুব দ্রুততারসুফলপাবেন। অ্যাডভোকেটএজাজআহমেদ মামুনমনেকরেন, সব কিছুরমূলে শিক্ষার কোনবিকল্পনাই। তৃণমূলপর্যায়েমান সম্মত শিক্ষানিশ্চিতকরতেপারলেসমাজেরসকলঅন্যায়, অবক্ষয়, অ-ব্যবস্থাপনা দুরহয়েযাবে। আরপ্রাথমিকশিক্ষাহচ্ছেএকজনশিক্ষার্থীর ভিত্তি। এ ভিত্তিমজবুতনাকরতেপারলে ঐ শিক্ষার্থী মাঝ পথে ঝরেপড়বে। নিজেরঅভীষ্ট লক্ষ্যে কখনও পৌছাতেপারবেনাবলেতিনিমনেকরেন।
তাইমান সম্মত শিক্ষা নিশ্চিত করে দৌলতপুর উপজেলাকে আদর্শ উপজেলাহিসাবেগড়ে তোলারজন্য তিনিনিরলসভাবেকাজকরেযাচ্ছেন। এ সময়তিনিআরবলেনএই শ্রেষ্ঠত্ব আমারনা উপজেলাবাসীর। কারন তারা সকলে আমাকেসহযোগিতাকরেছেবলেইআমিআজজাতীয়পর্যায়ে দেশ সেরা তালিকায়দ্বিতীয় স্থানে শ্রেষ্ঠউপজেলা চেয়ারম্যাননির্বাচিতহয়েছি।সম্প্রতিতার উদ্যোগে দৌলতপুরবাসীকেসচেতনকরার লক্ষ্য নিয়েবাল্য বিয়েনিরোধ,মাদকের অপব্যবহার রোধ,সড়কনিরাপত্তানিশিচতসহনানাবিষয়ে রোড‘শোঅনুষ্ঠিতহয়।যাউপজেলাবাসীরমধ্যে ব্যাপক ভাবে সাড়াজাগিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640