কুমারখালী প্রতিনিধি ॥ কুমারখালীতে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উদযাপনে উপজেলা প্রশাসনের আয়োজনে ৬ মার্চ শিশু-কিশোরদের ৭ই মার্চের ভাষণ, আবৃত্তি, সংগীত ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একই দিনে বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থাপনা ও স্থানসমুহে আলোকসজ্জা করা হয়। ৭ মার্চ সুর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ৭ই মার্চ সকাল সাড়ে ৯টায় সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ সহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর পরিবারের সকল শহীদ সহ শহীদ বীর মুক্কতিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
পুস্পস্তবক অর্পণ শেষে বর্ণাঢ্য র্যালী বের হয়ে আবুল হোসেন তরুণ অডিটোরিয়াম মিলনায়তনে গিয়ে শেষ হয়।
আবুল হোসেন তরুণ অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো আব্দুল মান্নান খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) মো. আমিরুল আরাফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা আকুল উদ্দিন, ইন্সপেক্টর শফিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা পারভীন মিনা, পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মমতাজ বেগম, বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনছুর মজনু। এবং সন্ধ্যায় বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বর সহ বিভিন্ন ইউনিয়নের দৃশ্যমান স্থানে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামান্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
Leave a Reply