ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে নিজস্ব মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা)মোঃ আরিফুল ইসলাম এর সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু,জেলা ইসলামিক ফাউন্ডেশনের সাবেক সহকারী পরিচালক শামীম হোসেন।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা ইমাম সমিতির সভাপতি ও পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মাদুল্লাহ। স্বাগত বক্তব্য প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খানে।সম্মেলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মাষ্টার ট্রেইনার মাওলানা আবদুল্লাহ আল মামুন।
Leave a Reply