ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহে কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ,নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে গভর্নিং বডির সভাপতি আক্কাচ আলীর সভাপতিত্বে বার্ষিক পুরস্কার বিতরণী নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন, জেলা শিক্ষা অফিসার শেখ মোঃ মনিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মোঃ কামরুজ্জামান, স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি এসএটিভির জেলা প্রতিনিধি ও গভর্নিং বডির সদস্য ফয়সাল আহমেদ, চিত্তরঞ্জন, ভরত কুমার,সুচিত্রা রানী সাধু খাঁসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা, শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক ও অভিভাবকদের আরো সচেতন হওয়ার আহবান জানান। পরে প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মনিরা বেগমসহ আমন্ত্রিত অতিথিবৃন্দরা। পরে মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply