মনোজিত মন্ডল,খোকসা থেকে।। কুষ্টিয়ার খোকসা উপজেলায় ব্যাটারী চালিত পাখি ভ্যানের ধাক্কায় স্কুল ছাত্রী আহত হয়েছ বলে জানা গেছে। শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী সুরভী খাতুন গুরুতর আহত হয়েছে। সুরভী খাতুন খোকসা উপজেলা শোমসপুর ইউনিয়নের শোমসপুর গ্ৰামের সোবাহান এর মেয়ে। শামসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শরিফুউজ্জামান বিল্লু বলেন, বিদ্যালয় ছুটির পর ব্যাটারি চালিত পাখি ভ্যান দ্রুত গতি তে যেয়ে অবৈধভাবে ওই ছাত্রীকে ধাক্কা মারে। এতে ওই ছাত্রী রাস্তার উপর পড়ে যায়। এতে ছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়। ছাত্রীকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে ছাত্রীর অবস্থা আশঙ্কা জনক বলেও তিনি জানান। এদিকে ঘাতক পাখি ভ্যানের চালক ভ্যান নিয়ে পালিয়েছে। তবে ভ্যানচালককে স্কুলের কয়েকটি ছাত্রী চিনতে পেরেছে বলেও তিনি জানান। ঘটনা স্থল ও খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ছাত্রী কে দেখতে ছুটে যান বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
Leave a Reply