কুমারখালী প্রতিনিধি ॥ জলাতঙ্ক নির্মুলে কুমারখালীতে ব্যাপকহারে কুকুরের টিকাদান কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুণ, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রপ্ত) আমিরুল আরাফাত, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী, থানার অফিসার ইনচার্জ মোহসীন হোসাইন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা পারভীন মিনা। সভায় সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় জলাতঙ্ক রোগ বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন স্বাস্থ্য বিভাগের বিশেষজ্ঞ কর্মকর্তারা। আগামী ৩রা মার্চ থেকে ৫ মার্চ পর্যন্ত উপজেলার পৌর এলাকাসহ সকল ইউনিয়নে একযোগে ব্যাপকহারে কুকুরকে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে। এজন্য স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল ব্যক্তিদের সহযোগিতা কামনা করা হয়েছে।
Leave a Reply