খাদ্য ঘাটতি পুরণে কৃষিতে প্রযুক্তি সংযুক্ত করণে সরকারের নানা পদক্ষেপের সুফল পাচ্ছেন প্রান্তিক কৃষকরা
কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া জেলা প্রশাসক চত্বরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে যশোর অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন করা হয়েছে।
গতকাল বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে মেলা উদ্ধোধনপুর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেন, বিগত দিনে সারের জন্য কৃষককে প্রাণ দিতে হয়েছে। আজকে দেশের সর্বচ্চ ঘাটতি হচ্ছে কৃষি খাতে। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনা সেই আদিকালের কৃষি ব্যবস্থাকে ভেঙ্গে ফসল কাটা থেকে শুরু করে, সার ছিটানো, ঘরে বসে কৃষি অফিসারের সাথে ফসলের নানা সমস্যার সমাধান গ্রহণসহ ডিজিটাল সকল সুযোগ-সুবিধা পাচ্ছেন। তিনি বলেন, দেশে খাদ্য ঘাটতি পুরণে কৃষিতে প্রযুক্তি সংযুক্ত করণে সরকারের নানা পদক্ষেপের সুফল পাচ্ছেন প্রান্তিক কৃষকরা। তিনি কৃষি প্রযুক্তি মেলার আরও প্রসার-প্রচার ছড়িয়ে দেয়ার জন্য আয়োজকদের পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪- কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. হায়াত মাহমুদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা সৌমেন নাথ।
Leave a Reply