আলমডাঙ্গা অফিস ॥ স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলমডাঙ্গা প্রাণি সম্পদ প্রদর্শনী-২০২৩ এর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বিকেলে উপজেলা পরিষদ মঞ্চে অনুষ্ঠিত এ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।প্রধান অতিথির বক্তব্য এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, আমাদের দেশে বিশেষ করে ছাগলের মাংস যেটা পাই,খামারিরা খুবই কম উৎপাদন করে। বাড়ি বাড়ি মা-বেনেরা যে ছাগল পালন করে থাকে। ওদের পালন করা ওই ছাগলেই আমাদের চাহিদা পূরণ হয়। আর একটা বিষয় চুয়াডাঙ্গা জেলা ব্ল্যাক বেঙ্গল গোটের জন্য বিখ্যাত। আমার অনেক এমপি বন্ধু বলেন,জোয়ার্দ্দার সাহেব ব্ল্যাক বেঙ্গল খাওয়াবেন না? আমি বলি খাওয়াবো। তো এই ব্ল্যাক বেঙ্গল উৎপাদন থেকে আমরা সরে যাচ্ছি। কিছু খামারি অন্তত ব্ল্যাক বেঙ্গল চাষ করেন, পয়সা পাবেন। তিনি বলেন,আপনারা উদ্যেক্তা হন।ছাগলের খামার করেন,গরুর খামার করেন, মুরগি-হাঁসের খামার করেন। এটা আমাদের প্রবৃদ্ধির একটা পাট। প্রাণী সম্পদ থেকে এই প্রবৃদ্ধির একটা অংশ আসে। তিনি আরও বলেন,কৃষকদের যেভাবে প্রণোদনা দেওয়া হচ্ছে, প্রাণি সম্পদ খাতেও যাতে প্রণোদনা দেওয়া যায় সে বিষয়ে আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো। প্রাণি সম্পদ বিভাগে লোকবলের বিষয়েও কথা বলবো।তিনি বলেন সরকার কোটি কোটি টাকা প্রনোদনা দিচ্ছে,এই টাকা যেন প্রকৃত খামারি মালিকরা পান।সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ হীল কাফি, থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, বীরমুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ জকু,বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন পারভেজ,, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন,যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু, প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. বাইজিদ খন্দকার,জামাল হোসেন,এজাজুল হাকিম,প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মন্টু, সাধারন সম্পাদক হামিদুল ইসলাম,প্রমুখ। প্রদর্শনীতে ৫০টি ষ্টলে ৭০ জন খামারি গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগিসহ বিভিন্ন প্রজাতির পাখি ও প্রাণীর প্রদর্শনসহ প্রাণীসম্পদ উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়।এর আগে সকালে অনুষ্টানের উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন ও পৌর মেয়র হাসান কাদীর গনু।
Leave a Reply