কাগজ প্রতিবেদক ॥ ছাত্রী নির্যাতনের ঘটনা ইসলামী বিশ^বিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। গতকাল রবিবার সকাল ১০টার দিকে কমিটির সদস্য সচিব আলিবুদ্দিন খান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টারের কাছে প্রতিবেদন জমা দেন। ভারপ্রাপ্ত রেজিস্টার এইচ এম আলী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে, প্রতিবেদনে কী আছে তা এখনো গোপন রাখা হয়েছে। প্রতিবেদনটি উচ্চ আদালতে পাঠিয়ে দেয়া হবে বলে জানান ভারপ্রাপ্ত রেজিস্টার। তিনি বলেন, পরে বিশ্ববিদ্যালয় পর্যালোচনা করবে। প্রতিবেদনটি ১১ পৃষ্ঠার। এতে কী ঘটেছিল তার বর্ণনা আছে, তবে কোন নির্দেশনা বা পরামর্শ নেই। কমিটি অন্তত ২০ জন ছাত্রী ও অন্যদের সঙ্গে কথা বলেছেন।বিশ্ববিদ্যালয়ের দেশরত শেখ হাসিনা হলের গণরুমে গত ১২ ফেব্রুয়ারি রাতে সাড়ে চার ঘণ্টা আটকে রেখে নির্যাতন করার অভিযোগ করেন নবীন ছাত্রী ফুলপরী খাতুন। তিনি অভিযোগে বলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরীর নেতৃত্বে তাঁর অনুসারীরা নির্যাতন চালিয়েছেন। একপর্যায়ে তাকে বিবস্ত্র করে ভিডিও ধারন, মারধর, গালাগাল, হত্যার হুমকিসহ অমানবিক নির্যাতন করেন। এরই প্রেক্ষিতে ১৫ ফেব্রুয়ারি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বাদেও এ ঘটনায় আরো তিনটি তদন্ত কমিটি কাজ করছে।
Leave a Reply