ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ফায়ার স্টেশনের সামনে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহিমা বেগম (৬০) নামের এক নারী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন। শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিমা বেগম উপজেলার বলুহর ইউনিয়নের কাগমারি গ্রামের আলী কদরের স্ত্রী। এ ঘটনায় তার স্বামী আলী কদর, মিকাইল হোসেন, আলমগীর হোসেন আহত হয়েছে।
কোটচাঁদপুর ফায়ার স্টেশনের কর্তব্যরত সদস্য আবুল হাসান বলেন, বিকেলে কোটচাঁদপুর-মহেশপুর সড়কের ফায়ার স্টেশনের সামনে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।
কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাজিয়া সুলতানা ডানা বলেন, দুর্ঘটনায় ৪ জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে আরোহী মাহিমা ও আলী কদরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়েছিলো।
কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন জানান, দুর্ঘটনায় ৪ জন আহত হয়েছে। তার মধ্যে এক নারী যশোর নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় কোটচাঁদপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
Leave a Reply