ইবি প্রতিবেদক ॥ ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদার নির্যাতনের শিকার নবীন ওই ছাত্রী ক্যাম্পাসে ফেরার আকুতি জানিয়েছেন। বৃহস্পতিবার উচ্চ আদালতের নির্দেশনার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আকুতি জানান। জানা যায়, নির্যাতনের ঘটনায় ১৬ ফেব্রুয়ারি একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও একজন প্রশাসন ক্যাডারের র্মকর্তার সমন্বয়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কমিটিকে সাতদিনের মধ্যে ্রতিবেদন জমা দিতে কুষ্টিয়া জেলা প্রশাসককে এ নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় থেকে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনও জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এক আইনজীবীর করা রিটের শুনানি শেষে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিব আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আরও পড়ুন: ইবিতে নবীন ছাত্রীকে রাতভর নির্যাতন ছাত্রলীগ নেত্রীর এ আদেশের পর নিপীড়নের শিকার ছাত্রী বলেন, আদালত যে রায় দিয়েছেন তাতে আমি ও আমার পরিবারের সবাই খুশি। তবে আমি আবারো বিশ্ববিদ্যালয়ে ফিরে যেতে চাই। সহপাঠীদের সঙ্গে ক্লাস করতে চাই। কিন্তু আমি ভয়ে আছি নিজের নিরাপত্তা নিয়ে। আমার পরিবারও একই শঙ্কায় ভুগছে। তিনি আরও বলেন, আমার মতো এমন নির্যাতনের শিকার যেনো আর কেউ না হয় সে কামনা করি। এছাড়া আমি চাই দোষীরা যেনো সুষ্ঠু তদন্ত ও দ্রুতই বিচারের মুখোমুখি হন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে রাতভর নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বুধবার হাইকোর্টের নজরে আনেন আইনজীবী গাজী মো. মহসীন ও আজগর হোসেন তুহিন। তখন তাদের লিখিত আবেদন দিতে বলেন আদালত। সে অনুসারে তারা জনস্বার্থে রিট করেন। আরও পড়ুন: নবীন ছাত্রী নির্যাতনের ঘটনা তদন্তে কমিটি ক্যাম্পাস সূত্র জানায়, মঙ্গলবার সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগীদের বিরুদ্ধে এক নবাগত ছাত্রীকে র্যাগিংয়ের অভিযোগ আনেন। এর আগে ১১ ফেব্রুয়ারি দেশরতœ শেখ হাসিনা হলে রাত সাড়ে ১১টা থেকে রাত প্রায় তিনটা পর্যন্ত শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ ভুক্তভোগীর। ভুক্তভোগী ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী। র্যাগিংয়ের সময় অভিযুক্ত ছাত্রলীগ নেত্রীরা তাকে মারধর করে তার বিবস্ত্র ভিডিও ধারণ করে রাখে বলে অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ওই নবীন শিক্ষার্থী।
Leave a Reply