দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে মুক্তিযুদ্ধের অন্যতম
সংগঠক কাজী আরেফ আহমেদ সহ পাঁচ জাসদ নেতা হত্যার ২৪তম
বার্ষিকী পালিত হয়েছে। কাজী আরেফ পরিষদ ও শহীদ ইয়াকুব আলী
ট্রাষ্ট সহ বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় ফিলিপনগর পিএম কলেজ চত্বরে শহীদ ইয়াকুব আলীর কবরে জাসদ নেতৃবৃন্দ, শহীদ ইয়াকুব আলী ট্রাষ্ট ও বিভিন্ন স্কুল-কলেজের
শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পন করেন। এরপর
পিএম কলেজ চত্বরে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য
রাখেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আ. কা.
ম. সরওয়ার জাহান বাদশাহ্ধসঢ়;। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৌলতপুর
উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। শহীদ ইয়াকুব
আলী স্মৃতি ট্রাষ্টের সভাপতি শরিফুল কবির স্বপনের সভাপতিত্বে
স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পিএম কলেজের অধ্যক্ষ
আব্দুল মান্নান, দৌলতপুর জাসদের সাধারণ সম্পাদক আশরাফুল
ইসলাম নান্নু মাষ্টার, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান ও
শহীদ ইয়াকুব আলীর ছেলে ইউসুফ আলী রুশো সহ অন্যান্য
নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজন।
Leave a Reply