মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে শিক্ষার্থীদের সাথে ইংরেজি ভাষা
বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মিরপুর
মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমএসএম কান্ট্রি
হেড অব বাংলাদেশ এর মোস্তফা জাভেদ। তিনি বলেন, বিদেশে কর্মসংস্থান
(ইংরেজি জ্ঞান ভালো হলে এটি দক্ষতা হিসেবে ভাবা হয়), গবেষণা, ব্যবসা-
বাণিজ্য, উচ্চশিক্ষা প্রতিটি সেক্টরে রয়েছে ইংরেজির গুরুত্বপুর্ণ¡। ইংরেজি
ভাষাজ্ঞান আমাদের এতই দুর্বল যে, আজকাল ফেসবুকেও দেখি একের সঙ্গে
অন্যের মনের ভাব প্রকাশ করার ক্ষেত্রে বাংলা ভাষাকে ইংরেজিতে রূপ দিয়ে লেখা
হচ্ছে। তিনি আরও বলেন, ক্যারিয়ার যুদ্ধে এগিয়ে যেতে চাইলে অন্যান্য ভাষার
পাশাপাশি ইংরেজি জানা খুবই গুরুত্বপুর্ণ। ইংরেজি শেখার উপকারিতা
আপনি তখনই ভোগ করতে পারবেন, যখন এই দক্ষতা কাজে লাগিয়ে ভালো
একটি ক্যারিয়ার তৈরি করতে পারবেন। কেননা ইংরেজি বিশ্ব প্রসিদ্ধ এমন
একটি ভাষা, যা রপ্ত করে খুব সহজেই পরিচিত-অপরিচিত যে কারো সাথে
যোগাযোগ গ্লোবাল নেটওয়ার্ক তৈরি করা যায় এবং জ্ঞানের পরিধি
সহজেই বাড়ানো যায়। যা আমাদের বাস্তবজীবনে একটি মানসম্মত
জীবনযাত্রা তৈরি করতে বহুমুখী ভূমিকা রাখে। এই একুশ শতকে এসে
যেকোনো পেশার ক্ষেত্রে ইংরেজি শেখার গুরুত্ব অপরিসীম। ইংরেজি শেখার
অনেক গুরুত্ব, উপকারিতা ও প্রয়োজনীয়তা রয়েছে। তাই শিক্ষার্থীদের এখন
থেকেই ইংরেজি চর্চার উপর গুরুত্ব¡ দেন তিনি। মিরপুর মাধ্যমিক বালিকা
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো: রোকনুজ্জামানের সভাপতিত্বে বিশেষ
অতিথির বক্তব্য রাখেন, ব্রিটিশ কাউন্সিলর (প্যানেস্টন) এর ম্যানেজার তালহা
বাপ্পি, মিরপুর মহিলা কলেজের অধ্যক্ষ মর্তুজা হোসেন, ইকোনমি কুষ্টিয়ার
চেয়ারম্যান এসএম জামাল প্রমুখ। এরআগে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও
উত্তোরীয় পরিয়ে দেওয়া হয়। এসময় উশু এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার
সাধারণ সম্পাদক বিপুল হোসেন, স্মাইল ইন লাইফের শিশির আহমেদ, আবদুল
মজিদ জিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি,
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply