ছেলেদের পাশাপাশি মেয়েরাও জাতীয় পর্যায়ে ক্রীড়াঙ্গনে অগ্রণী ভুমিকা রাখছেঃ অধ্যক্ষ শিশির কুমার রায়
কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া সরকারী মহিলা কলেজে সম্পাহ ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা উদ্ধোধন হয়েছে। গতকাল সকালে এ ক্রীড়া প্রতিযোগীতার উদ্ধোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিশির কুমার রায়।
কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ওহিদুজ্জামানের সভাপতিত্বে উদ্ধোধন পুর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক শিশির কুমার রায় বলেন, কুষ্টিয়া সরকারী মহিলা কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ। এ কলেজ থেকে অনেক মেয়েরা লেখাপড়া শেষ করে সমাজের-রাষ্ট্রের অনেক উচ্চ শিখরে আসীন হয়েছেন। তিনি বলেন, ছেলেদের পাশাপাশি জাতীয় পর্যায়ে ফুটবল, ক্রীকেটসহ বিভিন্ন খেলাধুলায় মেয়েরাও অগ্রণী ভুমিকা রাখছে। সে লক্ষে কুষ্টিয়া সরকারী মহিলা কলেজে আমরা মেয়েদের পাঠদানের পাশাপাশি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করে থাকি। আমাদের ক্রীড়া শিক্ষকের মাধ্যমে তাদের ব্যাডমিন্টন, ফুটবল, ক্যারাম, দাবা খেলার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে শারিরিক কসরত ও লেখাপড়ায় আনন্দ, মনোযোগ বৃদ্ধি করতে প্রতি বছর কলেজের উদ্যোগে সপ্তাব্যাপী মেয়েদের দৌড়, উচ্চ লম্ফ, রিলে দৌড়, একক ক্যারাম, দ্বৈত ক্যারাম, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ,স্লো সাইকেল রেসসহ বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন করা হয়ে থাকে। এ বছর এ আয়োজনটি আমার শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, কর্মকর্তা, কর্মচারীদের আন্তরিক প্রচেষ্ঠায় অত্যান্ত সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। প্রতি বছর এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আশা করি। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস প্রিন্সপ্যাল, ইংরেজী বিভাগের শিক্ষক অজয় দা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ড. নবীনুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে ১৩টি বহিঃ ও ৪টি অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগীতা শুরু হয়। আজ পিঠা উৎসবের জন্য বিরতি দিয়ে বুধবার থেকে যথারিতি ক্রীড়া প্রতিযোগীতা চলতে থাকবে। শেষ কলেজের ছাত্রীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।
Leave a Reply