আলমডাঙ্গা অফিস ॥ জলাতঙ্ক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংক্রমণকারী প্রাণীদের দ্বিতীয় ধাপের ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে। এটি স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত জাতীয় জলাতঙ্ক রোগ নিরাময় কর্মসূচির আওতাভুক্ত। ২০৩০ সালের মধ্যে জলাতঙ্ক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে সরকার ২০১১ সালে স্বল্প পরিসরে প্রথম এই কার্যক্রম শুরু করে। পরবর্তীতে ২০১৮ সালে দ্বিতীয় ধাপে কার্যক্রম শুরু করা হয় যা এখনো চালু আছে বলে জানা যায়। সংক্রমণকারী প্রাণীর মধ্যে মনুষ্য সমাজে বসবাসকারী কুকুর অন্যতম। এজন্য গতকাল থেকে আলমডাঙ্গা পৌর এলাকায় বিচরণকারী পোষা এবং বেয়ারিশ কুকুরকে এই ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে বলে জানা যায়। এরই ধারাবাহিকতায় আলমডাঙ্গা শহরে এ ভ্যাকসিন দিতে দেখা যায়।
এ বিষয়ে জেলা স্বাস্থ্য অধিদপ্তরের ডাঃ রাশেদুল ইসলামের সাথে যোগাযোগ করলে জানা যায়, এ পর্যন্ত সারা বাংলাদেশে প্রায় ২৫ লক্ষ কুকুরকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে এ ভ্যাকসিন প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন, জলাতঙ্কে মানুষের মৃত্যু অনিবার্য, এটা ক্যান্সার এবং এইডস থেকে কোন অংশে ভয়াবহতা কম নেই। আর প্রাণী থেকেই যেহেতু এই রোগ ছড়ায় তাই সরকার এই কর্মসূচির মাধ্যমে জলাতঙ্ক মুক্ত বাংলাদেশ গড়ার বদ্ধ পরিকর। কুকুরকে না মেরে জাতীয় প্রাণিসম্পদ রক্ষা করে, শুধুমাত্র প্রাণীর বিষ ধ্বংস করাই এর লক্ষ্য। জেলা প্রাণিসম্পদ ও স্বাস্থ্য দপ্তরের যৌথ মনিটরিং এ আগামী পাঁচ দিন পৌর এলাকায় এ কর্মসূচি চলবে বলে জানা যায়।
Leave a Reply