দৌলতপুর প্রতিনিধি ॥ বর্নাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো কুষ্টিয়ার দৌলতপুর প্রেসক্লাবের বার্ষিক পিকনিক। গতকাল
শনিবার নাটোরের গ্রীণ ভ্যালি পার্কে অনুষ্ঠিত হয় দৌলতপুর প্রেসক্লাবের এ বার্ষিক পিকনিক। দৌলতপুর প্রেসক্লাবের সকল সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেয় পিকনিকে। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হওয়া পিকনিকে আনন্দ উৎসবে মেতে উঠে সকলে। মধ্যাহ্ন ভোজ শেষে বিকেলে নাটোরের গ্রীণ ভ্যালি পার্ক ত্যাগ করা হয়। পরে বিকেলে পাকশী ঘাটে হার্ডিঞ্জ ব্রীজের নীচে সংক্ষিপ্ত আলোচনা ও পুরুস্কার বিতরণ করা হয়। দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি এ্যাড. এমজি মাহমুদ মন্টুর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রেসক্লাবের সকল সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেয়। পিকনিকে অংশ নিতে পেরে দৌলতপুর প্রেসক্লাবের সকল সদস্য ও তাদের পরিবারের সদস্যরা আনন্দ উচ্ছাস প্রকাশ করেন।
Leave a Reply