খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নে রমানাথপুর আরশাদ মোড়ে বাটাহাম্বা গাড়ির ধাক্কায় এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সড়ক দুর্ঘটনায় জনি মোল্লা (৩০) নিহত হয়েছে। নিহত জনি মোল্লা ওসমান পুর ইউনিয়নের রমানাথপুর গ্রামে টিপু মোল্লার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি । নিহত জনি মোল্লার বাবা টিপু মোল্লা বলেন , শনিবার সকাল আটটার সময় রমানাথপুর নিজ বাড়ি থেকে তার ব্যবহৃত মটরসাইকেলটি নিয়ে কাজের উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে ৫০ গজ দুরুত্বে আরশাদ মোড়ে পৌছালে অপর দিক থেকে আসা ঘাতক বাটাহাম্বা গাড়িটি তার মোটরসাইকেল টিকে ধাক্কা মারে। জন্নান এর ছেলে বাটা হাম্বার ড্রাইভার জামাল বাটাহাম্বা গাড়িটি ঘুরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মটর সাইকেলটি নিয়ে দাড়িয়ে থাকা জনি (৩০)কে ধাক্কা মারলে ঘটনা স্থলেই গুরুতর রক্তাক্ত জখম হয়ে মারা যান। ঘটনাস্থলে থাকা স্থানীয়রা জানান, ওসমানপুর জিকে প্রকল্পের আওতাধীন পাকা রাস্তার উপর দিয়ে প্রতিদিন মস্তর ইটভাটার অবৈধ বাটা হাম্বা গাড়িতে অবৈধ বালি নিয়ে বেপরোয়া গতিতে চলাচল করে। এতে প্রায়ই ওই বাটা হাম্বা গাড়িতে সড়ক দুর্ঘটনায় তরতাজা প্রাণ সড়কে ঝরে যায়। এসব গাড়ির কোন বৈধতা নাই। আবার চালকের কোন ড্রাইভিং লাইসেন্স নেই। ফলে প্রতিনিয়ত ঘটে এসব দুর্ঘটনা। মাস না পেরীতেই একই গাড়িতে সড়কে ঝরে গেল দুটি প্রাণ। আবার ওই ইটভাটার বাটা হাম্বার গাড়িতে গত ৬ মাসে সড?কে ঝরেছে চারটি প্রাণ ও কয়েকজন পথচারী হয়েছে পঙ্গু। এসব অবৈধ গাড়ি সড়ক থেকে সরিয়ে দেওয়ার জোর দাবি জানান এলাকাবাসী। পরবর্তীতে স্থানীয় লোক জন এসে নিহত জনি (৩০) কে উদ্ধার করে তার নিজ বাড়িতে নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এদিকে ঘাতক বাটাহাম্বা গাড়ির ড্রাইভার জামাল (২৫) পলাতক রয়েছে , স্থানীয় লোকজন ঘাতক গাড়িটি উদ্ধার করে তাদের হেফাজতে রেখেছে ও রমানাথপুর ক্যানাল সড়ক অবরোধ করে রেখেছে। খোকসা থানার আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Leave a Reply