1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 2:37 am
শিরোনাম :
কুষ্টিয়ার নতুন ডিসি ইকবাল হোসেন, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন হবিগঞ্জে কুষ্টিয়ার পদ্মার চরে তিন জেলার যৌথ বাহিনীর সাঁড়াশী অভিযান দৌলতপুরে ক্লিনিক মালিক সমিতির উদ্যোগে অপারেশনমূল্য নির্ধারণ মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলমডাঙ্গায় ছাত্রদলের আলোচনা সভা কিশোরকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল ছিনতাই, থানায় অভিযোগ মেছো বিড়াল সংরক্ষণে জীবননগরে ‘ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ’-এর জনসচেতনতা মূলক প্রচারণা কুষ্টিয়ায় চলতি বছরে সাপের কামড়ে ৮ জনের মৃত্ব্য সিরিজে লিড নিল নিউজিল্যান্ড নভেম্বরের ৮ দিনে রেমিট্যান্স এলো ৯১৯৮ হাজার কোটি টাকা মির্জা ফখরুল দেশের সব সংকট নাটক, মানুষ আসলে ভোট দিতে চায়

কুমারখালীর জগন্নাথপুরে পল্লী চিকিৎসক হত্যাকান্ড তৃতীয় পক্ষের বেপরোয়া হামলায় ১০ দিনে

  • প্রকাশিত সময় Saturday, February 11, 2023
  • 190 বার পড়া হয়েছে

২ কোটি টাকার সম্পদ লুট ॥ জনশূন্য

গ্রাম ॥ চারিদিকে আতংক

সকল কলকাটি নাড়ছেন পরাজিত মেম্বার প্রার্থী আবুল

কাশেম

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া কুমারখালী উপজেলার
জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর গ্রামে জমি
বন্ধকের টাকা চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আব্দুর
রাজ্জাক (৩৫) নামে এক ওষুধ ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনা
ঘটে গত ২ ফেব্র“য়ারী। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে
ওই দিন ২১ জনকে আসামী করে কুমারখালী থানায় একটি
হত্যা মামলা দায়ের করেন। এদিকে এ হত্যাকান্ডকে কেন্দ্র করে
এলাকার একটি তৃতীয় পক্ষ তাদের পুর্ব শত্র“তার জের ধরে এ
ঘটনার সাথে কোন ভাবেই সম্পকৃক্ত নন, এলাকার নিরিহ,
নিরপরাধ মানুষের প্রায় ৩০টি পাকা, সেমি পাকা
বসতবাড়ী, ঘরের খাট, সোফা, টিভি, ফ্রিজ, ট্রাক্টর,
আসবাব পত্র, স্বর্ণালংকার, মাঠের শরিষা, পিঁয়াজ,
কলাবাগান, খেসারী, ইরি ধানের চারা, প্রায় ৫০টি গরু,
৬০টি ছাগল, ১শ টি ভেড়া লুট এবং আসবাবপত্র ভাংচুর,
বসত ঘরে ভেঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দেয়াসহ মাত্র ১০
দিনে প্রায় ২ কোটি টাকার সম্পদ লুট ও বিনষ্ট করেছে।
এমন প্রাগহৈতিহাসিক ঘটনায় হামলাকারীদের হাত
থেকে নারী, পুরুষ, শিশু, যুবক, যুবতীরাও রেহায় পাচ্ছে না।
তাদের ভয়ে এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে সকলে। জনশুন্যে
পরিণত হয়েছে জগন্নাতপুর ইউনিয়নের চর জগন্নাথপুর,
হাজীপাড়াসহ বেশ কিছু এলাকা। এ সব বিষয়ে

আইনশৃংলাবাহিনীর কাছে কয়েক দফা নিরাপত্তা চেয়েও
কোন লাভ হচ্ছে না বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থ্য
পরিবারের সদস্যরা।
জানা যায়, তিন বছর আগে এলাকার সাবেক মেম্বার জাবেদ
আলীর কাছ থেকে ৫০ হাজার টাকার বিনিময়ে জহুরুল ইসলাম
জমি বন্ধক নেয়। জমি ছেড়ে দেয়ার পর তার পাওনা টাকা
নিয়ে দুইজনের মধ্যে বাক বিতন্ডা বাধে। কয়েক দফায়
এলাকাবাসী বসে তাদের মধ্যে সমঝোতা করে দেয়। এর মধ্যে
সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী
ছিলেন জহুরুলের আত্মীয় আবুল কাশেম। তার নানা অপকর্মের
কারণে এলাকার জনপ্রিয় ব্যক্তি এলাকার কৃষক শুকুর
বিশ্বাসের পুত্র এবং জাবেদ আলীর ভাইপো সজিব বিশ্বাস
ওরফে সবুজ জনধারণের ভোটে বিজয়ী হয়। এ ঘটনায়
পরাজিত মেম্বার প্রার্থী আবুল কাশেম, জহুরুল ইসলাম
সাবেক মেম্বার জাবেদ আলীর প্রতি আরও প্রতিহিংসা
পরায়ন হয়ে উঠে এবং চরজগন্নাথপুরের হাজী পাড়া ও
পাশ্ববর্তি এলাকা থেকে তার জ্ঞাতী গোষ্টিকে নিঃশ্বেস
করতে মনে মনে ফন্দি আটেন। এ সুযোগে পাওনা টাকা
নিয়ে উভয়ের মধ্যে ঘটনার দিন দ্বন্দে জড়িয়ে পড়ে তারা। এ
সময় উভয় পক্ষই দেশীয় ধারালো অস্ত্র, হাসুয়া, ফালা, সড়কি
নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। এ সংঘর্ষে পড়ে গিয়ে
ফালার আঘাতে ওষুধ ব্যবসায়ী আব্দুর রাজ্জাক নিহত হয়। এবং
নিহতের চাচা জাবেদ মেম্বারসহ বেশ কয়েকজন গুরুতর আহত
হয়ে কুষ্টিয়া ২শ ৫০ শর্য্যার হাসপাতালে চিকিৎসাধীন
রয়েছে। এদিকে সংঘর্ষের দিন দুই পক্ষকে এমন প্রাণঘাতি
সংঘর্ষ এড়াতে এলাকার সাবেক মেম্বার জাবেদ আলীর
আত্মীয় বয়োবৃদ্ধ ইদ্রিস আলী, মসজিদের ঈমাম ও খামার
ব্যবসায়ী রবিউল ইসলাম, মকবুল হোসেন বিশ্বাস,
হান্নানসহ এলাকার কয়েকজন শান্তিপ্রিয় মানুষ তাদের
অনুরোধ জানায়। এই অপরাধে আক্কাচ আলী বিশ্বাস, মোঃ
রহমান বিশ্বাস, বকুল বিশ্বাস, শুকুর বিশ্বাস, নাসির

বিশ্বাস, জাফর প্রামাণিক, টিপু প্রামাণিক, লিটন
প্রামাণিক, জিকু প্রামাণিক, বাসার প্রামাণিক,
কাশেম প্রাশাণিক, রইচ প্রামাণিক, ইউসুফ
প্রামাণিক, ইউনুচ প্রামাণিক, রাতুল প্রামাণিক,
মিলন প্রামাণিক, লালন প্রামাণিক, মিজান প্রামাণিক,
আসাদুল প্রামাণিক, নিজাম প্রামাণিক, স্বপন
প্রামাণিক, মজিদ কাজী, জিয়া কাজী, রেজাউল কাজী ও
আসালাম কাজীরাসহ কয়েক প্রায় ১শ হামলাকারীরা গত ১০
দিন যাবত হাজী পাড়ার আকরাম বিশ্বাস, মকবুল বিশ্বাস ও
সবুজ বিশ্বাসের বসত ঘর, গবাদি পশু, পাকা ঘর, মাঠের
ফসলের উপর দফায় দফায় হামলা করে তাদের প্রায় ২ কোটি
টাকার সম্পদ লুট ও বিনষ্ট করেছে। তাদের ভয়ে মকবুল
বিশ্বাস, সবুজ বিশ্বাসের পরিবার উক্ত এলাকার পুরুষ, নারী,
শিশু, বৃদ্ধ, যুবক, কিশোর এখন ঘর ছাড়া হওয়ায় এলাকাটি
জনশুন্যে পরিণত হয়েছে। রাতের আধাঁদের হাতে গোনা
কয়েকজন পুলিশ ও হামলাকারীদের এলাকায় এখন অবাধ
বিচরণ। এ অবস্থায় নিরাপত্তা চেয়ে আক্কাচ আলী বিশ্বাসহ
৩১ জনের নাম উল্লেখ্য করে কুমারখালী থানায় ক্ষতিগ্রস্থ্য
মকবুল বিশ্বাস একটি এজাহার দায়ের করেছেন। এ ব্যাপারে
নাম প্রকাশে অনিচ্ছুক মকবুল বিশ্বাসের আত্মীয়
জানিয়েছেন, প্রতি রাতে তাদের আতংকে সময় কাটে।
পরিবারের ছেলে-মেয়ে নিয়ে তারা এখন নিরাপত্তাহীনাতয়
ভুগছে। এলাকায় কেউ যেতে পারছেন না। দফায় দফায় থানায়
যেয়ে এজাহার দিয়ে অভিযোগ করেও তারা নিরাপত্তা পাচ্ছে
না। আবার এজাহারটি রুজুও করছে না। এ ব্যাপারে সুষ্ঠু
বিচার দাবী করেছে তারা। এদিকে কুমারখালী থানার
অফিসার ইনচার্জ মহসীন হুসাইনের সাথে মুঠোফোনে
যোগাযোগ করা হলে তিনি জানান, এখানে তৃতীয়
একটি পক্ষ এসব অপকর্ম করছে। ঘটনার সময় যারা এখন
অভিযোগ করছে তাদেরকে আমরা বলেছিলাম আপনাদের
বাড়ী, গবাদি পশু, মাঠের ফসলের কি নিরাপত্তা দিতে হবে।

প্রতি উত্তোরে তারা বলেছিল আমরা সময়মত সরিয়ে
ফেলবো। তারপর নদীর ওপারে চরের মধ্যে এলাকা। হাতে গোনা
কয়েকজন ফোর্স নিয়ে এলাকায় মুভ করাটা অনেকটা
ঝুঁকিপূর্ণ। তারপরও বিষয়টি আমরা গুরুত্বের সাথে নিয়ে
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের উদ্যোগ নেব। এলাকায় যাতে
কোন প্রকার বিশৃংলা না হয় সে বিষয়টিও নজরে রাখবো
বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640