দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বিট ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় দৌলতপুর থানা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া মো. পুলিশ সুপার খাইরুল আলম। মুখ্য আলোচক ছিলেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার ও কুষ্টিয়া নাগরিক কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. এম সেলিম তোহা। সমাবেশে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম, কুষ্টিয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, দৌলতপুর উপজেলাআওয়ামী লীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ, দৌলতপুর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও হোগলবাড়িয়া ইউনিয়নের চেয়াারম্যান সেলিম চৌধুরী, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউল ইসলাম মহি, আদাবাড়ীয়া ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান আব্দুল বাকী, চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান, আওয়ামী লীগ নেতা মোতাসিম বিল্লাহ ও গণমাধ্যম কর্মী রনি আহমেদ প্রমুখ। সমাবেশে দৌলতপুর উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দৌলতপুরে কর্মরত গণমাধ্যম কর্মী ও কমিউনিটি পুলিশিংয়ের সদস্যবৃন্দ সহ আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন। সমাবেশে অতিবৃন্দ ও বক্তাগণ দৌলতপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও মাদক নিয়ন্ত্রণ করার বিষয়টি আলোচনায় তুলে ধরেন।
Leave a Reply