কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার মিরপুরে মাদক মামলায় আবুশাফায়েতুল আলম (৪২) ও রুবেল (২৭) নামে দুই মাদক ব্যবয়াসীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সে সঙ্গে প্রত্যেকে বিভিন্নধারায় ২৫ হাজারটাকা অর্থদন্ড অনাদায়ে আরও চার বছর তিন মাসের কারাদন্ডের আদেশ দেন। গতাকল দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ ১ম আদালতের বিচারক মোঃ তাজুল ইসলাম একজন আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। রায় ঘোষনা শেষে আসামী কেক কোঠার পাহাড়ায় জেলা কারাগারে প্রেরণের আদেশ ও পলাতক আসামী শাফায়েতুল আলমকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির নির্দেশ দেন আদালত। সাজা প্রাপ্তরা হলেন ফরিদপুর জেলার কোতয়ালী উপজেলার গুহ লক্ষীপুর গ্রামের জগলুল আলমের ছেলে আবু শাফায়েতুল আলম ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার রাজধরপুর ভেল্লাবাড়িয়া গ্রামের লোকমান হোসেনের ছেলে রুবেল।
আদালত সূত্রে জানাযায় ২০২০ সালের ১৩ মে মিরপুর থানাধীন মালিহাদ ইউপিস্থ ঝুটিয়াডাঙ্গা চেক পোষ্ট ডিউটি করাকালীন সময দুপুর ১২.১৫মিনিটের সময় একটি পুরাতন পিকআপ দেখে পুলিশের সন্দেহে হলে চেক পোষ্টের জন্য গাড়ীটি থামায় এবং গাড়ীটি তল্লাশী করার সময়ে গাড়ীরভিতর থাকা ৩৩০ বোতল ফেন্সিডিল, ৪ কেজি গাঁজা এবং গাড়ীসহ দুইজন কে আটক করে পুলিশ। পরবর্তীতে পুলিশ বাদী হয়ে মিরপুর থানায় ঐ দিনবিকালে একটি মাদক আইনে মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক সঞ্জয় কুমার কুন্ডু মামলার তদন্ত শেষে ২০২০ সালের ১৮ জুলাই আদালতে চার্জশীট দাখিল করেন। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষনা করেন।
Leave a Reply