কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীর পর্যটন কেন্দ্র গুলোকে আরো সমৃদ্ধি করতে এবং বেকারত্ব কমাতে নতুন উদ্যোক্তা তৈরি, উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসার এবং তাঁদের সামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষে পর্যটন ও উদ্যোক্তা নামের অ্যাপসের পরে এবার ম্যাপ (মানচিত্র) উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪ টায় ছেঁউরিয়া ফকির লালন সাঁইজির আখড়া প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে ম্যাপসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. শারমিন আখতার, লালন একাডেমির এডহক কমিটির সদস্য তাইজাল আলী খান ও সেলিম রেজাসহ অন্যরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা বলছেন, পর্যটন ও উদ্যোক্তা অ্যাপস ও মানচিত্র (ম্যাপ) উদ্বোধনের মধ্যদিয়ে নতুন দিগন্তে পৌঁছাল কুমারখালীর সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র ও উদ্যোক্তাদের প্রতিষ্ঠান।
জানা যায়, পর্যটন ও উদ্যোক্তা ম্যাপস(মানচিত্র) ও অ্যাপসে শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়ি, কয়ায় বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ও ইকো পার্ক, ফকির লাইন সাঁইজির আখড়া, কথা সাহিত্যিক মীর মশাররফ হোসেনের বাস্তুভিটা, সাংবাদিক কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘর, গড়াই ইকো পার্ক, বীর মুক্তিযোদ্ধাগণের স্মৃতিস্তম্ভ সহ ২২ টি পর্যটন কেন্দ্রে সহজে পৌছানোর চিহৃ ও ঘানিতে ভাঙানো তেল, বিখ্যাত তিলের খাজা, রঙিন গামছা, বেডশীড, কুলপি মালাই, হস্ত্র ও কুটিরশিল্পসহ প্রায় শতাধিক উদ্যোক্তা ও তাঁদের পণ্যের সংক্ষিপ্ত বিবরণ, যোগাযোগের মাধ্যম সংযুক্ত করা হয়েছে।
আরো জানা যায়, মানচিত্রটি উপজেলা পরিষদ চত্বর, বিভিন্ন পর্যটন কেন্দ্র, গুরুত্বপূর্ণ ও দৃশ্যমান স্থানে স্থাপন করা হবে এবং অ্যাপসটি মোবাইলে ডাউনলোড ও ইন্সষ্টল করা যাবে। আর সেই সাথে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে কুমারখালীর পর্যটন কেন্দ্রের ও উদ্যোক্তাদের সমন্ধে জানা যাবে। পণ্য কেনাবেচা করার মাধ্যম হিসেবে কাজ করবে।
এ ব্যাপারে কবি ও নাট্যকার লিটন আব্বাস বলেন, শত ঐতিহ্যের সোনালী নাম কুমারখালী। বহু গুণীজনের জন্ম ও পদচারণায় মুখরিত দেশের ঐতিহ্যবাহী এলাকা। এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঐতিহাসিক নিদর্শন। যা এখন পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। এছাড়াও এখানে গড়ে উঠা প্রায় শতাধিক উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সামগ্রী দেশ-বিদেশে বিক্রিও হচ্ছে।
ইউএনও বিতান কুমার মন্ডল বলেন, উপজেলার পর্যটন কেন্দ্র গুলোকে আরো সমৃদ্ধি করতে এবং বেকারত্ব কমাতে নতুন উদ্যোক্তা তৈরি, উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসার এবং তাঁদের সামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষে পর্যটন ও উদ্যোক্তা নামের অ্যাপসের পরে এবার ম্যাপসের (মানচিত্র) উদ্বোধন করা হল।
Leave a Reply