কুমারখালী প্রতিনিধি ॥ কুমারখালীতে চলন্ত বিআরটিসি বাস থেকে নামতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন । আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া – রাজবাড়ী সড়কের কুমারখালী বাসস্টান্ডের গোলচত্ত্বর এলাকায় এদুর্ঘটনা ঘটে। নিহত যুবক আনোয়ার সাহা (৩০) জেলার খোকসা উপজেলার কালীবাড়ি এলাকার আবুল সাহার ছেলে। তিনি পেশায় একজন ঝুড়িভাজা বিক্রেতা (হকার)। হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঝুড়িভাজা বিক্রির উদ্দেশ্যে আনোয়ার সাহা খোকসা বাসস্টান্ড থেকে বিআরটিসি বাস উঠেছিলেন। এরপর বাস কর্তৃপক্ষ কুমারখালী বাসস্টান্ডের গোলচত্ত্বর এলাকায় চলন্ত বাসের গতি কিছুটা কমিয়ে তাকে নামিয়ে দেন। সে সময় ওই বাসের পিছনের চাকায় পিষ্ট হন তিনি। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি দেবব্রত রায় বলেন, চলন্ত বাস থেকে নামার সময় পিছনের চাকায় পিষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ এবং বাসটিকে জব্দ করেছে পুলিশ। ক্যাপশন ঃ উন্নত চিকিৎসার জন্য আহত আনোয়ারকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ্যাম্বুলেন্সে করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি মঙ্গলবার দুপুরে তোলা।
Leave a Reply