কগজ প্রতিবেদক ॥ গতকাল আড়–য়াপাড়া তরুন সংঘ পাঠাগার ক্লাবের উদ্যোগে হাউজিং এফ ব্লক মাঠে ১ম বারের মতো তাথৈ-তাহিয়া টি২০ ক্রিকেট টুনামেন্টের ১ম সেমি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উক্ত ম্যাচে অংশগ্রহণ করে বাশার ক্রিকেট একাডেমি বনাম আমঝুপি পাবলিক ক্লাব মেহেরপুর।খেলার শুরুতে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত ন্যায় বাশার ক্রিকেট একাডেমি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট ২০১ রান সংগ্রহ করে বাশার ক্রিকেট একাডেমির। জবাবে ২০২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯ ওভার ১ বলে সবকয়টি উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে আমঝুপি পাবলিক ক্লাব মেহেরপুর। ফলে ৬৬ রানের জয় পায় বাশার ক্রিকেট একাডেমি। এতে করে তাথৈ-তাহিয়া টি২০ ক্রিকেট টুনামেন্টের ফাইনালে উঠে গেলো বাশার ক্রিকেট একাডেমি। ৩৩ বলে ৬৬ রান করে ম্যান অফ দা ম্যাচ হয়েছে বাশার ক্রিকেট একাডেমির ওপেনার ব্যাটসম্যান তামিম। ম্যাচ শেষে ম্যান অফ দা ম্যাচের হাতে পুরস্কার তুলে দেন খুলনা বিভাগীয় টিমের কোচ কাজী ইমদাদুল বাশার রিপন ও কুষ্টিয়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মাহামুদ রেজা চৌধুরী (বুলবুল)। রবিবার দুপুর ১টায় কুষ্টিয়া জিমন্যাস্টিক ক্লাব বনাম আদিবা হোম এন্ডভ্যানজার ভেড়ামারা এই দুই দলের মধ্যে টুনামেন্টের ২ম সেমি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
Leave a Reply