কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলা আওয়ামীলীগের দু পক্ষের পাল্টা-পাল্টি হামলায় মেয়রের বাড়ীসহ বেশ কয়েকজন নেতার বাড়ী ভাংচুর চালানো হয়েছে। এ ব্যাপারে থানায় জিডি হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গেফতার করতে পারেনি পুলিশ। রাজনৈতিক বিরোধের জের ধরে কুষ্টিয়ার খোকসায় গভীর রাতে পৌর মেয়রসহ আওয়ামী লীগের একাধিক নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলি চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। বিরোধের জের ধরে গত মঙ্গলবার রাতে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগে জানা গেছে, হামলাকারীরা উপজেলা আওয়ামী লীগেরই একটি অংশের সমর্থক।
গত মঙ্গলবার প্রথমে রাত সাড়ে ৮টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম বাবলুর বেডরুমের দিকে গুলি ছোড়া হয়। এতে তাঁর জানালার কাচ ভেঙে যায়। রাত ১২টার দিকে উপজেলা সদরের চুনিয়াপাড়া গ্রামে দ্বিতীয় হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীরা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সায়েম হোসেন সুজন ও তাঁর কর্মীদের ওপর হামলা করে। এ সময় তাঁরা প্রাণভয়ে পালালে একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। পরে গভীর রাতে সন্ত্রাসীরা খোকসা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলামের পাতিলডাঙ্গীর পুরোনো বাড়ি এবং তাঁর ছোট ভাই আতিকুল ইসলামের মাঠপাড়ার বাড়িতে পৃথক হামলা চালিয়ে ভাঙচুর করে। তবে মেয়র এ বাড়িতে থাকেন না। গুলিতে বাড়ি দুটির একাধিক কাচের জানালা ভেঙে যায়। তবে সন্ত্রাসীরা চলে যাওয়ার পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের টহল দল। এসব ঘটনায় থানায় একটি জিডি হয়েছে।
খোকসা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম বাবলু জানান, রাত সাড়ে ৮টার দিকে তাঁর শোয়ার ঘরের জানালার কাচ গুলিতে ভেঙে যায়। ছাত্রলীগের সাবেক সভাপতি সায়েম হোসেন সুজন জানান, সন্ত্রাসীরা প্রাইভেটকার ও মোটরসাইকেলে এসে হামলা করে। এ সময় তারা পালালে সন্ত্রাসীরা মিথুন নামে তাঁর এক কর্মীর মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এ হামলার সঙ্গে নিজ দলীয় সন্ত্রাসীরা জড়িত বলে দাবি করেন তিনি। পৌরসভার মেয়রের ছোট ভাই ও অধ্যক্ষ আতিকুল ইসলাম জানান, রাত ২টার পরে বিকট শব্দে তাঁর ঘুম ভাঙে। এ সময় হামলাকারী রাজন ও তার বাহিনী বাড়ির বাইরে চিৎকার ও অকথ্য ভাষায় গালাগাল করছিল। পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম বলেন, তিনি আইনের পথে এগোবেন। তারা তদন্ত করলে জড়িতদের পরিচয় নিশ্চিত হওয়া যাবে। খোকসা থানার ওসি (তদন্ত) মামুনুর রশিদ কথা বলতে অপারগতা জানান। থানার সেকেন্ড অফিসার এসআই দ্বিপন জানান, এসব ঘটনায় এ পর্যন্ত একটি জিডি রেকর্ড করা হয়েছে। তবে মামলা হয়নি। কেউ আটকও হয়নি।
Leave a Reply