দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বিষ প্রয়োগে তামাক ক্ষেত নষ্ট করার ঘটনায় নিরীহ গ্রামবাসীর নামে থানায় অভিযোগ করা হয়েছে। উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পুড়াসলুয়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটেছে। প্রতিপক্ষকে ফাঁসাতে নিরীহ গ্রামবাসীর নামে মিথ্যা অভিযোগ দারের করার ঘটনায় এলাকাবাসীর মাঝে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বিভিন্ন সূত্রে জানাগেছে, সোমবার রাতে পুড়াসলুয়া গ্রামের কৃষক করিম মাল (৫৫) ও আরিফ মাল (৪০) সহ ৪-৫ জন কৃষকের অন্তত ১০বিঘা জমির তামাক ক্ষেতে কে বা কারা ঘাস মারা বিষ প্রয়োগ করে তামাক গাছ পুড়িয়ে নষ্ট করে দেয়। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বর সহ দিঘলকান্দি ক্যাম্পের পুলিশ ক্ষতিগ্রস্থ কৃষকদের তামাক ক্ষেত পরিদর্শন করেন। পরে তাদের পরামর্শে কৃষক করিম মাল প্রতিপক্ষকে ফাঁসাতে একই এলাকার আশারাফুল আলম (৪৩), রঞ্জিত মাল (৪৩), একচাঁদ হোসেন (৩৬) ও সালাম (৩৫) সহ ৭-৮ জনের নামে বিষ প্রয়োগে তামাক ক্ষেত নষ্টের অভিযোগ করেন। অভিযোগকারী কৃষক করিম মাল জানান, প্রতিপক্ষ আশরাফুল গংদের সাথে দীর্ঘদিনের বিবাদ রয়েছে। তাই আর্থিক ভাবে ক্ষতি করার জন্য তারা এ ধরনের কাজ করেছে। পিয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু ইউসুফ লালু জানান, প্রতিপক্ষকে ফাঁসাতে
এলাকার নিরীহ গ্রামবাসীর নামে বিষ প্রয়োগে তামাক ক্ষেত নষ্টের অভিযোগ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী করেন তিনি। দিঘলকান্দি ক্যাম্পের ইনচার্জ রেজাউল হক জানান, ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে নিরীহ গ্রামবাসীর নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগ করার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার জের ধরে ওই এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী চরম শঙ্কায় রয়েছেন।
Leave a Reply