মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে জাসদ সভাপতি কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু’র পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা জাসদের দলীয় কার্যালয় থেকে অস্বচ্ছল, হতদরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র এ কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী, মিরপুর উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন, উপজেলা জাসদের সদস্য মোঃ ফরিদ উদ্দিন, ছাতিয়ান ইউনিয়ন জাসদের সভাপতি মোঃ আব্দুল জলিল, জাতীয় নারী জোট মিরপুর পৌর শাখার সভাপতি সাবেক কাউন্সিলর শেফালী খাতুন, মিরপুর পৌর জাসদের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন টোকন, মিরপুর পৌর সভার সাবেক কাউন্সিল মোঃ আতিয়ার রহমান, জাতীয় যুবজোট কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক ডা. মাসুদ রানা, জাতীয় যুব জোট মিরপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান বিদ্যুৎ, পৌর জাতীয় যুবজোট শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, বাংলাদেশ ছাত্রলীগ কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক মীর মুখতিছুর রহমান মির্জা প্রমুখ।
Leave a Reply