ওলি ইসলাম ॥ কুষ্টিয়া জেলা পরিষদের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে ভেড়ামারা উপজেলা পরিষদ চত্বরে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। অসহায়দের মাঝে বিতরণের লক্ষ্যে পৌর সহ প্রতিটি ইউনিয়নের নপ্রতিনিধি ও দলীয় নেতা-কর্মীদের হাতে মোট ৭৪০ টি কম্বল তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযুোদ্ধা আজগর আলী, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইন্দোনেশিয়া সিটু প্রমূখ।
Leave a Reply