খোকসা প্রতিনিধি ॥ খোকসায় শেখ কামাল আন্ত: স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থা সার্বিক তত্ত্বাবধানে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৩৪ টি ইভেন্টে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোছাঃ নাসরিন বানু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। জাতীয় পতাকা, ক্রিড়া পতাকা উত্তোলন করে সমাপনী ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ নাসরিন বানু ও সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোঃ আশিকুর রহমান, কুমারখালী উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক রেজাউর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, খোকসা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ নুরুজ্জামান, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ক্রিড়া সংস্থার কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ক্রিড়া শিক্ষক ও অভিভাবক ছাত্র-ছাত্রীবিন্দু। শেখ কামাল আন্ত: স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা ৩৪ টি ইভেন্টে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১১২ জন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ক্রীড়ামোদী শিক্ষার্থীদের মাঝে টফি, কেস্ট, পদক ও সনদপত্র বিতরণ করা হয়।
Leave a Reply