কুমারখালী প্রতিনিধি ॥ কুমারখালীতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগীতায় বাংলাদেশ অ্যাথরেটিকস ফেডারেশন এ প্রতিযোগীতার আয়োজন করে।
আজ মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ৩২টি ইভেন্টে অংশগ্রহণ করে। বিকাল সাড়ে ৩টায় প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো আব্দুল মান্নান খান। উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়ছার, বাংলাদেশ অ্যাথলেটকস ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য আক্তারুজ্জামান মৃধা পলাশ প্রমুখ।
সমাপনী আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply