মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে সরকারী কম্বল বিএনপি নেতার নামে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ছাতিয়ান ইউনিয়নে সরকারী শীতবস্ত্র কম্বল বিএনপি নেতার নামে বিতরণের এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে। জানাযায়, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হারুন-অর রশিদ ছাতিয়ান ইউনিয়নের “আমিরুল ইসলাম হাফেজিয়া মাদরাসার” এতিম শিশুদের জন্য বেশ কিছু সরকারী কম্বল প্রদান করেন। সেই কম্বল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে গ্রহণ করেন ছাতিয়ান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও “আমিরুল ইসলাম হাফেজিয়া মাদরাসার” সভাপতি জামাল উদ্দিন। পরবর্তীতে জামাল উদ্দিন কেন্দ্রীয় বিএনপি নেতা ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরীর নামে ব্যানার করে ওই মাদরাসার এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। বিএনপি নেতার নামে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আব্দুল হক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি ও ছাতিয়ান ইউনিয়ন বিএনপি’র সভাপতি আনছার আলী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আজাদুর রহমান আজাদ, উপজেলা যুবদলের যুগ্ম, আহবায়ক সাইফুল ইসলাম, যুবনেতা মানিক, স্বেচ্ছাসেবক নেতা জিয়া, সৈনিক প্রমুখ। ছাতিয়ান ইউনিয়ন আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দ জানান, সরকারী কম্বল বিতরণ নিয়ে স্থানীয় বিএনপি নেতাদের কারসাজির বিষয়ে জানতে পেরেছি। বিষয়টি দুঃখজনক এবং বিব্রতকর। সরকারী কম্বল বিএনপি নেতার পক্ষে বিতরণে জড়িত বিএনপি নেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য স্থানীয় প্রশাসনের দৃষ্টি কামনা করছি। এব্যাপারে ছাতিয়ান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অভিযুক্ত জামাল উদ্দিনের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, উপজেলা পরিষদ থেকে আনা সরকারী কম্বল বিএনপি নেতার নামে বিতরণ করা ঠিক হয়নি। আমি বুঝতে পারিনি বিষয়টি এতদুরে গড়াবে।
Leave a Reply