কাগজ প্রতিবেদক ।। অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে ছাপাখানাগুলোয় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতিঅমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে ছাপাখানাগুলোয় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
প্রায় এক বছর ধরে অস্থির হয়ে আছে কাগজের বাজার। করোনাকাল ও পরবর্তী সময়ে প্রকাশনা শিল্পের ওপর দিয়ে বয়ে চলা আঘাত থেকে উঠে দাঁড়াতে তাই এবার একটু আঁটসাট পরিকল্পনা করতে হচ্ছে প্রকাশকদের। চাইলেও এবার যেকোনও বই বের করে পারছেন না তারা। প্রকাশকরা বলছেন, সাধারণত বই প্রকাশের সময় যে হিসেব নিকেষ করা হয়, এইবার তার সঙ্গে যুক্ত হয়েছে আরও একাধিক বিষয়। এই পরিস্থিতিতে মানহীন বই প্রকাশ কমবে? সেটা নিয়ে এখনই সিদ্ধান্ত নেওয়া যাবে না বলেও মনে করেন প্রকাশকরা।
গত কয়েক বছর ধরে মানহীন বইয়ে মেলা সয়লাব হয়ে যাওয়ার অভিযোগ করছেন পাঠকরা। এ নিয়ে বার বার সমালোচনার মুখে পড়েছেন প্রকাশকরা। অর্থের বিনিময়ে, নানা লেনদেনের অংশ হিসেবে বের করা বইয়ের নিচে চাপা পড়েছে মানসম্মত বই। এবার যেহেতু কাগজের ঘাটতি আছে সেহেতু সংখ্যা ও সংস্করণ কম করার বিষয়গুলো সতর্কতার সঙ্গে দেখতে হচ্ছে।
অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে প্রকাশকদেরঅমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে প্রকাশকদের
চলতি বছর দফায় দফায় বেড়েছে কাগজের দাম। প্রতি টন কাগজের দাম গত বছরের তুলনায় দ্বিগুণ বা তার চেয়েও বেশি বেড়েছে। সরেজমিনে দেখা গেছে, শনিবার পারটেক্স প্রিমিয়াম একশ গ্রাম ৪৫০০ টাকা রিম, আশিগ্রাম ৩৬০০ টাকা রিম। ইন্দোনেশিয়া পেপার-ওয়ান ছয় হাজার টাকা রিম। গতবারের তুলনায় এটা অনেক বেশি।
কাগজের দাম বেশি হওয়ায় কোন বই ছাপবেন বা ছাপাবেন না সেটা নিয়ে এবার বেশি ভাবতে হচ্ছে কিনা প্রশ্নে ‘বিশ্বসাহিত্য ভবন’র সত্ত্বাধিকারী তোফাজ্জল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, কেবল কাগজের দাম নয়, প্রিন্টিংয়ের সঙ্গে জড়িত যা কিছু সবকিছুর দাম দ্বিগুণেরও বেশি। ফলে এইবার আমরা অনেক কম বই ছাপার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। গত দুই-তিন বছর করোনার কারণে আমরা সৃজনশীল প্রকাশক যারা আছি তারা এমনিই ক্ষতির সম্মুখিন হয়েছি। গত ৩০ বছর ধরে আমরা মেলা করছি। এবারেই সবচেয়ে কম বই প্রকাশ করছি।
অমর একুশে গ্রন্থমেলার প্রস্তুতি চলছেঅমর একুশে গ্রন্থমেলার প্রস্তুতি চলছে
নতুন লেখকদের বই প্রকাশ করেন ‘ভাষাচিত্র’র সত্ত্বাধিকারী খন্দকার সোহেল। এবারে গত বারের তুলনায় অর্ধেক বইও বের করতে পারবেন না উল্লেখ করে তিনি বলেন, কাগজের দামের কারণে আমি যদি বই বের করি সেই বইতো বিক্রি করতে হবে। পাঠক বেশি দামে কিনবে কীভাবে? তাহলে আমি টাকাটা কীভাবে তুলে আনবো। যারা তথাকথিত জনপ্রিয় বড় প্রকাশক তাদের অবস্থা বিচার করে প্রকৃত পরিস্থিতি বোঝা সম্ভব না।
‘সময় প্রকাশনী’র ফরিদ আহমেদ বলেন, বইমেলায় বই কীরকম ছাপবেন সেটা প্রকাশকদের ওপর নির্ভর করবে। আমি সাধারণত যে পরিমাণ করি সেটাই করতে হবে। এটা একেকজনের জন্য একেকরকম।
অমর একুশে গ্রন্থমেলার প্রস্তুতি চলছেঅমর একুশে গ্রন্থমেলার প্রস্তুতি চলছে
যেসব বই মানে ভালো, পাঠক আছে- সেসব বই বেছে বের করা ছাড়া এবার আর উপায় নেই উল্লেখ করে ‘অনন্যা প্রকাশনা’র মনিরুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, এবারে আমি চার ভাগের একভাগ বই বের করতে পারবো না। গতবার ১৩৫টা বই বের করলেও চড়া মূল্যের কারণে এবার ২৫/৩০টার বেশি বই বের হবে না। এই যে সংখ্যা কমে গেলো, সেইটা কিসের ভিত্তিতে বাছাই করলেন প্রশ্নে তিনি বলেন, আমাদের দেশে বর্তমানে ভালো লেখা নেই বললেই চলে। এমন লেখা আছে যেগুলো বের করা না করা একই। নানা চাপে পড়ে করতেই হয়। যেগুলোর ওপর ভরসা করা যায় এইবার সেগুলোই করতে হচ্ছে।
Leave a Reply