ক্রীড়া প্রতিবেদক ॥ গত ৬ জানুয়ারী শুক্রবার কুষ্টিয়া আড়–য়াপাড়া তরুন সংঘ পাঠাগার ক্লাব এর উদ্দ্যেগে হাউজিং এফ ব্লক আড়–য়াপাড়া তরুন সংঘ পাঠাগার ক্লাব মাঠে ১ম বারের মত ক্রিকেট বলে আর্šÍজেলা তাথৈ-তাহিয়া টি২০ কেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।এর ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার টুর্নামেন্টের গ্রুপ পর্বের ১৩তম ম্যাচের খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় যে দুটি দল অংশগ্রহণ করে রোজা রাইর্ডাস বনাম আর্য়াশ ক্রিকেটার্রস। খেলার শুরুতে রোজা রাইর্ডাস টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করে দলের উইকেট কিপার ব্যাটসম্যান নাঈম। ২২৪ রানের টার্গেট এ ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে।ফলে রোজা রাইর্ডাস ২৮ রানে জয় পায়। ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছে রোজা রাইর্ডাস দলের উইকেট কিপার ব্যাটসম্যান নাঈম।
Leave a Reply