আলমডাঙ্গা অফিস ॥ আলমডাঙ্গা থানা পাড়ায় মরহুম সোলাইমান মাষ্টারের ছেলের ভবনে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ ই মার্চের ভাষণের উপর লেখা তথ্য ও গবেষণা ভিত্তিক “বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ জানা অজানা তথ্য ” নামক নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।গতকাল রাত ৯ টায় আনুষ্টানিক ভাবে
বইয়ের মোড়ক উন্মোচন করেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু ও মুক্তিযুদ্ধের গবেষক,লেখক,সাংবাদিক ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার হামিদুল ইসলাম আজম,ঢাকা কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা সুমন।আরও উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সাহিদা ইসলাম, এনজিও কর্মী সিরাজুল ইসলামসহ স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের কর্মী ও সমর্থকবৃন্দ। বইয়ের লেখক জার্মান প্রবাসী মমতাজুল ফেরদৌস জোয়ার্দ্দরি, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের জার্মান শাখার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। এছাড়াও লেখক বঙ্গবন্ধু ফাউন্ডেশনের অল ইউরোপিয়ান শাখারও তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। এই বইয়ের বিশেষত্ব হলো এর আগে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের উপর লেখা স্বীকৃত ২১টি বইয়ের লেখকের বই থেকে এটি অধিক তথ্য নির্ভরযোগ্য এবং গ্রহণযোগ্য বলে হাইকোর্ট থেকে রায় প্রকাশিত হয়। উক্ত রায় ঘোষণার দিন ৭ মার্চের ভাষণের উপর লেখা সমস্ত (২১) লেখকের সাক্ষ্য ও আইনজীবীর উপস্থিতিতে মহামান্য আদালত এ রায় ঘোষণা করেন। লেখক চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার সন্তান। লেখক মমতাজুল ফেরদৌস জোয়ার্দার বলেন অনেক গবেষণার পর বইটি জাতির সামনে তুলে ধরতে পেরে আমি,আনন্দিত। বইটি পড়লে নতুন প্রজন্ম ৭ই মার্চের ভাষণ সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
Leave a Reply