আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গায় অভিযান চালিয়ে আলোচিত মাদক কারবারি নুর আলম ওরফে এসিড আলমকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল মঙ্গলবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার কান্তপুর ব্রিজ মোড় থেকে ২৮৮ অ্যাম্পুল ভারতীয় নেশাজাতীয় নিষিদ্ধ বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাকে আটক করা হয়। আটক এসিড আলম (৪৫) চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশান পাড়ার মৃত বছির মিয়ার ছেলে এবং এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে। জানা গেছে, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শারিয়তউল্লাহর নেতৃত্বে পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আলমডাঙ্গা উপজেলার কান্তপুর ব্রিজ মোড়ে অভিযান চালিয়ে এসিড আলমকে আটক করে। পরে তার কাছে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ২৮৮ অ্যাম্পুল ভারতীয় নেশাজাতীয় নিষিদ্ধ বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। এসিড আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তাকে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শারিয়তউল্লাহ জানান, এসিড আলমের বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে। এর আগেও একাধিকবার তাকে আটক করা হয়। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে কান্তপুর ব্রিজ মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে চলেছে। চুয়াডাঙ্গাবাসীর সহযোগিতা পেলে এ জেলা থেকে মাদকের নাম মুছে দিতে আমরা বদ্ধ পরিকর। কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি চত্বরে ইউলার পিঠা উৎসবে মেতে ছিল আইনজীবীরা
কুষ্টিয়া জেলার আইন অঙ্গন, জেলা আইনজীবী সমিতি চত্বর ১৮ জানুয়ারী বুধবার দিনব্যাপী আইনজীবীরা মেতে উঠেছিল আনন্দ উৎসবে। সকাল থেকেই কুষ্টিয়া জেলা আইনজীবী চত্বর সেজেছিল নবরুপে, স্পটে তৈরী হচ্ছে হরেক রকমের পিঠা, পিঠার সেই মৌ মৌ গন্ধে সর্বস্তরের আইনজীবীরা মেতে উঠেছিলো পিঠা উৎসবের আনন্দ আয়োজনে।
ইসলামী বিশ্ববিদ্যালয় ল’ এল্যামনাই এসোসিয়েশন (ইউলা) এর আয়োজনে দিনব্যাপী লাইভ পিঠা উৎসবের উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অনুপ কুমার নন্দি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কৌশুলী জিপি ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি আসম আখতারুজ্জামান মাসুম ও কুষ্টিয়া আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী এ্যাড. হারুন অর রশিদ।
ইসলামী বিশ্ববিদ্যালয় ল’ এল্যামনাই এসোসিয়েশন(ইউলা) এর দায়িত্বে থাকা কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচিত বর্তমান সিনিয়র সদস্য, অতিরিক্ত পিপি এড. নিজাম উদ্দিন, এড. হাফিজুল ইসলাম মুনির, আল মুজাহিদ হোসেন মিঠু, এড. শাতিল মাহমুদ, এড. ইকবাল হোসেন টুকু, পারভীন ঝমুর, নাজমুন নাহার, আয়শা আক্তারসহ ইউলার সদস্যরা ব্যাস্ত সময় পার করেছেন সর্বস্তরের আইনজীবীদের ফ্রি পিঠা আপ্যায়নে।
কুষ্টিয়া জেলা আইনজীব সমিতি চত্বরে আয়োজিত পিঠা উৎসব, আমার কাছে খুব ভালো লাগছে, এ উৎসবে থাকতে পেরে আমি আনন্দিত, আইনজীবী দের উৎসবে সবার সঙ্গে পিঠা খাওয়ার মজাই আলাদা। পিঠা খেতে খেতে বলছিলেন সমিতির সিনিয়র আইনজীবী সুধীর কুমার শর্মা । আনিজীবীদের তিনি নিয়মিত এমন আনন্দ আয়োজনের আহবান জানান।
আয়োজক কমিটির অন্যতম একজন এড. নাজমুন নাহার বলেন আজকের পিঠা উৎসবে সর্বস্তরের আইনজীবীদের উপস্থিতি আমাদের অনুপ্রানিত করেেেছ, সকল আইনজীবীদের পিঠা খাওয়াতে পেরে আমরা আনন্দিত, প্রতি বছর এমন উৎসব আয়োজন করবেন বলেও তিনি জানান।
পিঠা উৎসবের ভাপা, চিতই, পাকান, কুলশি পিঠা, দুধপুলি, ঝাল পিঠা, নারকেল পিঠা, কালাই রুটি হরেক রকমের ভর্তাসহ পিঠা খেতে খেতে সিনিয়র আইনজীবী মন্জুরী বেগম বলছিলেন আজ বেগম সুফিয়া কামালকে মনে পড়ছে- পৌষ মাসের পিঠা খেতে বসে, খুশিতে বিষম খেয়ে/আরো উল্লাস বাড়িয়াছে মনে, মায়ের বকুনি পেয়ে। বড়দের কথাই বলা হলো। নতুনরা, নতুন প্রজন্ম! না, অমৃতের স্বাদ তাদের জিহ্বায়। অজস্র তৃপ্তি তাদের। আকাশছোঁয়া আনন্দ। আনিজীবীদের এই উল্লাস বহাল থাকুক। পৌষ পার্বণ জ্বলজ্বল করুক সবার অন্তরে।
Leave a Reply