কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে ৫১ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে পাঁচদিন ব্যাপী এ ক্রীড়া ও সোমবার বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান কুমারখালী মথুরানাথ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মান্নান খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সাইদুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার ও সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, পৌরসভার ৫ নং কাউন্সিলর এস এম রফিক সহ প্রমূখ।আয়োজক সুত্রে জানা গেছে, ৫১ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতায় উপজেলার ৭৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল, দৌড়ি লাফ সহ নানান খেলাধূলা পাঁচদিন ব্যাপী কুমারখালী মথুরানাথ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
Leave a Reply