কুমারখালী প্রতিনিধি ॥ সহকারি শিক্ষক পদের চকুরি পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন এক সহকারী শিক্ষা কর্মকর্তা। ওই শিক্ষা কর্মকর্তার নাম সেলিনা খাতুন। তিনি কুমারখালী উপজেলা শিক্ষা অফিসের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা পদে নিযুক্ত। সম্প্রতি নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ হলে চাকুরি প্রত্যাশীদের কাঙ্খিত চাকুরী মেলেনি। আর তখন থেকেই তারা টাকা ফেরত পেতে ওই শিক্ষা কর্মকর্তার কার্যালয় সহ বিভিন্ন জনের দ্বারে দ্বারে ঘুরতে শুরু করেন। আর সেই সাথে ফাঁস হয়ে যায় এই কর্মকর্তার গোপন অনৈতিক কারবারের তথ্য।
একজন চাকুরী প্রত্যাশীর অভিভাবক খোকসা উপজেলার খোকসা গ্রামের বাসিন্দা সজল জানান, তাঁর সহধর্মিণীকে চাকুরী পাইয়ে দেওয়ার নামে সহকারী উপজপলা শিক্ষা কর্মকর্তা সেলিনা খাতুন ৮ লক্ষ নিয়েছেন। এখন টাকা ফেরত চাইতে গেলেও সে (সেলিনা খাতুন) দেখা করেন না। এমনকি তাকে ফোন দিলেও ফোন রিসিভ করছেন না। এ বিষয়ে বুধবার দুপুরে কুমারখালী উপজেলা পরিষদ চেয়ারম্যানের কাছে মৌখিক অভিযোগ করেন তিনি। অন্যদিকে, কুমারখালী উপজেলার মহেন্দ্রপুর গ্রামের আল আমিন জানান, তাঁর ভাইয়ের সহধর্মিণীকে চাকুরী পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে সহকারী উপজেলা শিক্ষা অফিসার সেলিনা খাতুন ৮ লক্ষ টাকা নিয়েছেন। কিন্তু চাকুরী হয়নি। এখন আমরা টাকা ফেরত চেয়েও দিনের পর দিন ঘুরতে হচ্ছে। ভুক্তভোগীরা জানান, সেলিনা খাতুন চাকুরির প্রলোভন দিয়ে কুমারখালী ও খোকসা উপজেলার অনেকের নিকট থেকেই টাকা নিয়েছেন। তাদের কারোরই চাকরি হয়নি। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্যারের মাধ্যমে শুনেছি। আমি এ বিষয়ে খুবই বিব্রত। চাকুরীর বিষয়ে টাকা দেওয়া এবং নেওয় অপরাধ। এ বিষয়ে শিক্ষা দপ্তর সচেতনতামূলক প্রচারনা চালিয়েছি। তা সত্ত্বেও যারা টাকা দিয়েছেন তারা একান্ত ব্যক্তিগতভাবেই টাকা লেনদেন করেছেন। আর এই লেনদেন সংক্রান্ত প্রমাণাদি থাকলে কোর্টে মামলা অথবা অভিযোগ করুক। তবে আমি সেলিনা খাতুন কে বলেছি এসব ঝামেলা মিটিয়ে ফেলতে। কুমারখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মান্নান খান বলেন, আমার জানামতে বেশ কয়েকজনের নিকট থেকে চাকুরী দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা নিয়েছে এটিও (সহকারি উপজেলা শিক্ষা অফিসার) সেলিনা খাতুন। তাঁর যথাযথ শাস্তি হওয়া উচিত। অভিযুক্ত সহকারী উপজেলা শিক্ষা অফিসার সেলিনা খাতুন মুঠোফোনে বলেন, আমি বেশি কারোর কাছে থেকে টাকা নিই নাই, মাত্র ৩ জনের কাছে থেকে নিয়েছি। একটু সমস্যার কারণে এই মুহুর্তে কারো সাথে দেখা করছি না। তবে আগামী মাসের (ফেব্রুয়ারি) দুই তারিখের মধ্যেই তাদের টাকা ফেরত দিয়ে দিবো। এ প্রতিবেদক উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে গিয়ে সরাসরি সাক্ষাৎ করতে চাইলে, তিনি অফিসে আসতে অপারগতা প্রকাশ করেন এবং অফিসের বাহিরে অন্য কোথাও সাক্ষাৎ করতে এবং আরো কথা বলতে চান।
Leave a Reply