দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রজত জয়ন্তী উৎসব পরবর্তী এ সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মতামত তুলে ধরে বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সরকার আমিরুল ইসলাম, সহ-সভাপতি আলহাজ্ব সরদার আতিয়ার রহমান আতিক সরদার, কোষাধ্যক্ষ দৌলতপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, সদস্য উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ সহ অন্যান্য সদস্যবৃন্দ। দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমির ৩দিন ব্যাপী রজত জয়ন্তী উৎসব সফল ভাবে সম্পন্ন হওয়ায় দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার উপস্থিত সকল সদস্যকে
ধন্যবাদ জানান। সভায় উৎসবের আয় ও ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয় এবং উপস্থিত সকল সদসস্যের সম্মতি তা পাস হয়।
Leave a Reply