দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় দৌলতপুর আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন ও আলোচনা অনুষ্ঠিত হয়। দৌলতপুর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি আলহাজ্ব রেজাউল হক চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মীরা উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন। পরে আল্লারদর্গাস্থ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান লস্করের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক মোতাছিম বিল্লাহ, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জাহেরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য সরদার আকতার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য দেওয়ান হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য শহিদুল ইসলাম, জোয়াদুর রহমান জজ, সাবেক ইউপি সদস্য
সাজদার হোসেন, সাইদুল মেম্বার, ইউপি সদস্য রবিউল ইসলাম, মাহাবুল হক, আমিনুল ইসলাম, ঝন্টু রহমান রিকাত সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
Leave a Reply