দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগরে বিট পুলিশের মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাটে এ মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়। ফিলিপনগর ইউনিয়নের চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টুর সভাপতিত্বে মাদক বিরোধী সভায় প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, সাবেক চেয়ারম্যান একেএম ফজলুল হক কবিরাজ, ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন, ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, স্থানীয় আওয়ামী লীগ নেতা সোহেল আহমেদ ওরশ কবিরাজ, মামুন কবিরাজ, ইউপি সদস্য মামুনর রশিদ ও জিল্লুর রহমান। সভায় স্থানীয় সুধীজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। সভায় অতিথিবৃন্দ মাদকের বিরোধী সকলকে ঐক্যবদ্ধ ও সচেতন হওয়ার আহবান জানান।
Leave a Reply