কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় তাঁত শিল্পকে আধুনিকরণের লক্ষ্যে প্রোসেসিং, প্রিন্টিং ও ডায়িংয়ের জন্য প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে আধুনিক যন্ত্রপাতি স্থাপনের প্রকল্প গ্রহণ করেছেন বাংলাদেশ তাঁত বোর্ড। যন্ত্রপাতি গুলো ক্রয় এবং স্থাপনের কাজ করছেন খুলনা শিপইয়ার্ড। চুক্তি অনুযায়ী কাজের সময় শেষ হয়েছে গত বছরের জুনমাসে। কিন্তু নির্দিষ্ট সময়ের অতিরিক্ত আরো ৬ মাস পরেও কাজের অগ্রগতি হয়েছে মাত্র ৩০ শতাংশ। অবশিষ্ট ৭০ ভাগ কাজের প্রায় ২০ কোটি টাকার যন্ত্রাংশ খোলা আকাশের নিচে পলিথিন ও কাঠের বক্স দিয়ে রাখা হয়েছে। রোদ, বৃষ্টি ও ঝড়ে দিনেদিনে যন্ত্রপাতি গুলো নষ্ট হচ্ছে। এবিষয়ে কয়েক মাস আগে দৈনিক ভোরের কাগজ সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও এখনো মুল্যবান যন্ত্রপাতিগুলো খোলা আকাশের নীচে পড়ে রয়েছে। নির্দিষ্ট সময় শেষ হলেও কোটি কোটি টাকার যন্ত্রাপতি গুলো স্থাপন না হওয়া এবং খোলা আকাশের নিচে অরক্ষিত অবস্থায় রাখার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন তাঁতি সংগঠনের নেতারা। গতকাল বুধবার সকাল ১১ টায় কুমারখালী তাঁতবোর্ড চত্ত্বরে প্রায় দেড়ঘণ্টা দাঁড়িয়ে অর্ধশতাধিত তাঁতি নেতারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছেন। উপজেলা তাঁত উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মো. শওকত আলীর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা তাঁত সমিতির সভাপতি মো. আব্দুর রাজ্জাক, কুমারখালী ব্যবসায়ী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাসুদ রানা, তাঁত উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক বুলু আহমেদ, শায়লা টেক্সটাইলের স্বত্বাধিকার হাজী আবুল বাসার সহ প্রমূখ। বক্তারা বলেন, সরকার তাঁতশিল্পকে আধুনিকায়ন ও তাঁতিদের ভাগ্যবদলের জন্য প্রায় ৩৪ কোটি টাকার যন্ত্রাপতি বরাদ্দ দিয়েছেন। কিন্তু তাঁতবোর্ডের চেয়ারম্যান ও কর্মকর্তাদের অবহেলায় মেয়াদ শেষ হলেও কাজ শেষ হয়নি। কোটি কোটি টাকার যন্ত্রাপতি খোলা আকাশের নিচে পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। যা নষ্টের উপক্রম। অতিবিলম্বে যন্ত্রপাতি গুলো স্থাপন করা না হলে কঠোর আন্দোলন করা হবে। কুমারখালী তাঁতবোর্ড সুত্রে জানা যায়, চুক্তি অনুয়ায়ী খুলনা শিপইয়ার্ড ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে কাজ শুরু করে ২০২২ সালের জুনমাসে শেষ হওয়ার কথা। সেই লক্ষে খুলনা শিপইয়ার্ড প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ের ৪৬ টি যন্ত্রপাতি কুমারখালী তাঁতবোর্ডের নিকট হস্তান্তর করেছেন এবং প্রায় ৩০ শতাংশ যন্ত্রপাতি স্থাপন করেছেন। অবশিষ্ট যন্ত্রগুলো অবকাঠামোর সাথে সমন্বয় না হওয়া, উপযুক্ত অবকাঠামো না থাকা এবং পুরাতন যন্ত্রপাতি অপসারণে বিলম্ব হওয়ায় স্থাপন করা হয়নি। সেগুলো খোলা আকাশের নিচে রয়েছে। খুব দ্রুতই কাজ শুরু করা হবে।
নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হওয়ার কারণ এবং পুনরায় কতদিনের মধ্যে কাজ শুরু ও শেষ করা হবে? তা জানতে খুলনা শিপইয়ার্ডের সিসিও সামির আহমেদের মুঠোফোনে বার বার কল দেওয়া হয়। কিন্তু তিনি কলটি গ্রহন না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। কুমারখালী তাঁতবোর্ডের সহাকরি মহাব্যবস্থাপক মো. মেহেদী হাসান বলেন, জায়গার অভাবে যন্ত্রপাতি গুলো বাহিরে রাখা রয়েছে। পুরাতন যন্ত্রাংশ গত মাসের (ডিসরম্বর) প্রথম সপ্তাহে অপসারন করা হয়েছে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করেনি এখনও। বিষয়টি বারবার উর্ধ্বতন কর্তাদের জানানো হচ্ছে। আশা করছি খুব দ্রত কাজ শুরু করা হবে।
ক্যাপশন ঃ নির্দিষ্ট সময়ে যন্ত্রাপতি স্থাপন না হওয়া এবং যন্ত্রাপতি গুলো খোলা আকাশের নিচে রাখার প্রতিবাদে তাঁতি নেতারা অবস্থান কর্মসূচি পালন করেছেন। ছবি বুধবার সকালে কুমারখালী তাঁতবোর্ড চত্ত্বর থেকে তোলা
ক্যাপশন ঃ খোলা আকাশের নিচে তাঁতবোর্ডের কোটি কোটি টাকা যন্ত্রাপতি পলিথিন ও কাঠের বক্সে ডেকে রাখা হয়েছে। ছবি বুধবার সকালে কুমারখালী তাঁতবোর্ড চত্ত্বর থেকে তোলা।
Leave a Reply