কুমারখালী প্রতিনিধি ॥ সারাদিন সূর্যের দেখা মেলেনি।সেইসাথে অনবরত বয়ে চলেছে উত্তরের বাতাস। সবমিলিয়ে শীতে জুবুথুবু অবস্থায় দিনাতিপাত করছে হতদরিদ্র মানুষ। মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। তিনি বিভিন্ন এলাকা ঘুরে দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আগত নারী-পুরুষ ও শিশুদের মাঝেও শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা সহ হতদরিদ্র মানুষের দৌড়গোড়ায় শীতবস্ত্র পৌঁছে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক
জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দীন খাঁন, বীর মুক্তিযোদ্ধা নজরুল করিম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এনামুল হক বিশ্বাস, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আব্দুল্লাহ, জাসদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি গোলাম মহসীন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী, যুগ্ম-সাধারণ
সম্পাদক কারশেদ আলম, হালসা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ জহুরুল ইসলাম, পোড়াদহ কলেজের অধ্যক্ষ অন্নদা প্রসাদ মোহন্ত কার্তিক, মিরপুর উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক মোঃ আফতাব উদ্দীন, নওদা বহলবাড়ীয়া
আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুজ্জোহা, খাদিমপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, জাতীয় যুবজোট কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি রেজাউল হক তুফান, সাধারণ
সম্পাদক ডাঃ মাসুদ রানা, অর্থ বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান বিদ্যুৎ বাংলাদেশ ছাত্রলীগ কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক মীর মুখতিছুর রহমান মির্জা সহ বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দ। স্মরণ সভা শেষে হাসানুল হক ইনু এমপি উপজেলার বারুইপাড়া ইউনিয়নে বিকেলে দলীয় কর্মসূচিতে অংশ
গ্রহণ করেন।
Leave a Reply