কুমারখালী প্রতিনিধি ॥ কুমারখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে সেই হতদরিদ্র বিধবা রিজিয়া বেগমের বসতভিটায় নলকূপ স্থাপন করা হয়েছে। সোমবার নলকূপ স্থাপন সম্পন্ন হয়েছে। একইদিনে এপেক্স ক্লাব অব কুষ্টিয়া নামের একটি সংগঠনের উদ্যোগে বিধবা রিজিয়ার বেগমের বসতঘর নির্মাণ কাজ শুরু হয়েছে। সোমবার বিকালে রিজিয়া বেগমের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। কিন্তু পাটকাঠি আর পলিথিন দিয়ে তৈরি খোলামেলা খুপড়ির মধ্যে তার মানসিক প্রতিবন্ধী ছেলে সিরাজুল ইসলামকে (৩৬) শুয়ে থাকতে দেখা যায়। মাত্র দুই কাঠা জমিতে ইট গাঁথুনি আর সিমেন্টে খুঁটি দিয়ে তৈরি করা হচ্ছে তার বসতঘর। কয়েক দিন আগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে আলাপকালে রিজিয়া বেগম আক্ষেপ প্রকাশ করে বলেন আমার বাড়িতে বসতঘর, নলকূপ, টয়লেট কিছুই নেই। একমাত্র ছেলেটাও মানসিক রোগী। সুযোগ পেলেই জিনিসপত্র ভাংচুর করে এবং ফেলে দেয়। ওর চিকিৎসা করানো খুবই জরুরী। এ বিষয়ে সোমবার সন্ধ্যায় মুঠোফোনে আলাপকালে উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী জানান, উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল সহ আমরা রিজিয়া বেগমের বাড়িতে আছি। তিনি বলেন, জেলা প্রশাসক মহোদয় রিজিয়া বেগমের বসতবাড়ি নির্মাণের জন্য প্রয়োজনীয় টিন প্রদান করবেন এবং ইউএনও’র নির্দেশে রিজিয়ার বাড়িতে নলকূপ স্থাপন সম্পন্ন হয়েছে এবং তাদের প্রয়োজনীয় শীতবস্ত্র দেওয়া হয়েছে। এছাড়াও তার অসুস্থ ছেলের চিকিৎসা করানোর জন্য পাবনা মনসিক হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। উল্লেখ্য বিতান কুমার মন্ডল এর আগে রিজিয়া বেগমের হাতে ১০ হাজার টাকা প্রদান করেন। তাঁদের সার্বিক সহায়তায় পাশে থাকার আশ্বাস দেন।
Leave a Reply