কাুমারখালী প্রতিনিধি ॥ বর্ণাঢ্য র্যালী আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণের মধ্যদিয়ে কুমারখালীতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত হয়েছে। সোমবার সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থাসমুহের সহযোগিতাায় ও উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়” প্রতিপাদ্যের আলোকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অফিসারের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল, সহকারী কমিশনার (ভুমি) মো.আমিরুল আরাফাত, বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনছুর মজনু, প্রতিবন্ধী সংগঠনের পরিচালক সুকুমার বিশ্বাস প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে প্রতিবন্ধী নারী-শিশু ও অসহায় ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
Leave a Reply