আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গা হারদী ওসমানপুরে কর্মরত অবস্থায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।তার মৃত্যু সংবাদ গ্রামে পৌছালে পরিবারে ছোঁকের ছায়া নেমে আসে। জানা গেছে,গতকাল সকাল ৯ টার দিকে ভাংবাড়ীয়া ইউনিয়নের বড়বোয়ালিয়া গুচ্ছ গ্রামের মৃত আলি হোসেনের ছেলে হৃদয় হোসেন (২৫)একজন ওয়েল্ডিং মিস্ত্রী,তার মিল বাজারে পশু হাট সংলগ্ন একটি ওয়ার্ক শপের দোকান রয়েছে, তিনি প্রতি দিনের ন্যায় গত কাল সকাল ১০দিকে কাজের উদ্দেশ্যে হারদী ইউনিয়নের ওসমানপুর উত্তর পাড়ার মৃত দিদার আলির ছেলে নিয়ামত আলির বাড়ীর দো’তলায় এসএস গ্রিল ফিটিং করতে যায়,ফিটিংএর কাজ চলাকালে হঠাৎ অসাবধানতাবশ্বত ঐ বাড়ী ঘেঁষে পল্লী বিদ্যুৎ এর ১১হাজার ভোল্টেজের তারের সাথে একটি এসএস গ্রিল ছোঁয়া লাগলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে যায় হ্নদয়,তাৎক্ষনিক স্থানীয়রা আহত ব্যক্তিকে দ্রত উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদীতে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।হৃদয়ের মৃত্যুর খবর বাড়ীতে পৌঁছালে পরিবারে কান্নার রোল পড়ে যায়।তাকে এক নজর দেখার জন্য মানুষ ভীড় জমাতে থাকে।এসময় পরিবারের কান্না ও আর্তনাদে এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় স্থানীয়দের সহায়তায় তার নিজ গ্রামে কুটি পাড়া কবরস্থানে বাদ আসর দাফন সম্পর্ণ হয়।নিহত হৃদয় হোসেন তার মা, স্ত্রী ও ( ৩) তিন বছরের একটি ছেলে সন্তান রেখে গেছেন।
Leave a Reply