কুমারখালী প্রতিনিধি ॥ প্রাণবন্ত কবিতা পাঠ, আলোচনা সভা ও গানে গানে কুমারখালীর জনপ্রিয় কবি জাতীয় কবিতা পরিষদের সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ আব্দুস সাদিক (৮০তম) এবং বাংলা একাডেমি কর্তৃক শিশু সাহিত্য পুরুস্কার প্রাপ্ত কবি ও শিশু সাহিত্যিক সোহেল আমিন বাবু’র (৫৭তম) জন্মদিন উদযাপন করা হয়েছে। কুমারখালীর একুশে সাংস্কৃতিক সংগঠন জনপ্রিয় এই দু’জন কবির জন্মদিন উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে।
কবি ও সাবেক সচিব বিমল কুন্ডু’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, একুশে সাংস্কৃতিক সংগঠনের সভাপতি তুষার আহমেদ রেজা। অনুষ্ঠানের শুরুতেই কবিদ্বয়কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন কর হয় এবং তাঁদেরকে শুভেচ্ছা উপহার তুলে দেন সাংবাদিক হাবীব চৌহান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তুষার আহমেদ রেজা ও সমাজকর্মী সুজয় চাকী।
পরে কবি সৈয়দ আব্দুস সাদিকের সুদীর্ঘ সাহিত্য জীবনী নিয়ে আলোচনা করেন কবি সিদ্দিক প্রামাণিক এবং কবি সোহেল আমিন বাবু’র সাহিত্য জীবনী নিয়ে আলোচনা করেন কবি ও নাট্যকার লিটন আব্বাস। আলোচনাকালে কবি সৈয়দ আব্দুস সাদিক ও কবি ও শিশু সাহিত্যিক সেহেল আমিন বাবু স্বরচিত কবিতা আবৃত্তি করেন। আলোচনা করেন সাংস্কৃতিক সংগঠক মুন্সী মাহমুদ হোসেন মানু, শুভেচ্ছা বক্তব্য রাখেন, কবি ও গীতিকার আনোয়ারুল ইসলাম, সাংবাদিক হাবীব চৌহান, সাংবাদিক শরীফুল ইসলাম, সমাজসেবক ও ফ্যামিলি কেয়ার হাসপাতালের পরিচালক সুজয় চাকী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিক উদ্দিন, কবিতা পাঠ করেন, কবি আব্দুল মালেক, কবি ও নাট্যকার লিটন আব্বাস, কবি আজিজুর রহমান, কবি বাবুল পিয়ার, কবি আব্দুর রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠানে দুটি কবিতা আবৃত্তি করে শিশুশিল্পী রাজ্য চাকী।
জনপ্রিয় কবিদের এই জন্মদিন উদযাপন অনুষ্ঠানে স্থানীয় কবি, সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে একুশে সাংস্কৃতিক সংগঠনের সভাপতি তুষার আহমেদ রেজা সহ সংগঠনের শিল্পীরা মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন। আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান শেষে আগতদের জন্য প্রীতি নৈশভোজের আয়োজন করা হয়।
Leave a Reply